রাত পোহালেই মহালয়া। রবিবার ২১ সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হবে। বাঙালির কাছে মহালয়া মানেই দুর্গাপুজোর শুরু। এখন তো প্রায় সব বড় পুজোর উদ্বোধন মহালয়াতেই হয়ে যায়। সঙ্গে শুরু হয়ে যায় ঠাকুর দেখার পালাও। এককথায় বাঙালির কাছে আসন্ন উৎসবের আগমনীর সুর নিয়ে আসে মহালয়া। 

বিভিন্ন প্রেক্ষাপটে মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। মহালয়া কি শুভ না অশুভ, এই নিয়েও মতপার্থক্য বিস্তর। সাধারণত অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের তর্পণ প্রদান করা হয়। মর্ত্য এই দিনে পূর্বপুরুষেরা আশীর্বাদ করতে আসেন বলে মনে করা হয়। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সন্ধিক্ষণই মহালয় হিসাবে চিহ্নিত। মহালয়া অর্থাৎ মহান যে আলয়, এই কথাটির ব্যাখ্যা নানা ভাবে করেছেন শাস্ত্র বিশেষজ্ঞরা। হিন্দু রীতি অনুসারে মহালয়া হল—প্রয়াত তথা শ্রদ্ধেয় প্রিয় পূর্বপুরুষদের জলদান বা তর্পণ করার সবচেয়ে ভাল তিথি। 

আরও পড়ুনঃ মহালয়ায় ৪ রাশির সোনায় মুড়বে ভাগ্য! পুজোর আগেই কেরিয়ারে সুখবর, ফুলেফেঁপে উঠবে সম্পত্তি-টাকাপয়সা

শাস্ত্র অনুসারে এই দিনের সঙ্গে দুর্গাপুজোর কোনও সম্পর্ক নেই। বাঙালির কাছে মহালয়ার বিশেষ তাৎপর্য রয়েছে। আবার এদিনই দেবীর দুর্গার চক্ষুদান হয়। পুরাণ থেকে মহাভারত নিয়ে রয়েছে নানা কাহিনি। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিন বেশ কিছু কাজ করা উচিত নয়। তাহলেই জীবনে আসতে পারে ঘোর বিপদ। আবার কিছু বিশেষ টোটকা মানলে সদয় হয় ভাগ্য। তাহলে মহালয়ার অমবস্যায় কী করা উচিত আর কী করা উচিত নয় জেনে নিন। 

মহালয়ার দিন কী কী কাজ করা উচিত নয়

•    কথিত রয়েছে, এই দিন ভুল করেও চুল-দাড়ি এবং নখ কাটতে নেই।
•    মহালয়ায় কাউকে ধার না দেওয়ার চেষ্টা করবেন। 
•    বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ না করাই উচিত। 
•    বাড়ি, গাড়ি কিংবা অন্য কিছু নতুন কেনার প্রয়োজন থাকলে আজকের দিনে না কেনাই উচিত। 
•    বাড়িতে কোনও দরিদ্র ব্যক্তি এলে এই দিন একেবারেই খালি হাতে ফেরানো উচিত নয়।


মহালয়ার দিন কী কী করলে শুভ ফল পাওয়া যায়

*বাড়িতে ৫ কিংবা ৭ জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারেন। 
*শিশুদের নিমন্ত্রণ করে খাওয়ালেও শুভ ফল পাওয়া যায়।  
*যে কোনও পশুপাখিকে খাবার খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয়।

*পূর্বপুরুষদের উদ্দেশে একটি তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনও ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনও জলাশয়েও করা যেতে পারে। অনেকেই নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এইভাবে তর্পণ করে থাকেন।

*কোনও অসহায় মানুষকে তাঁর প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন।

*মহালয়ার দিন বাড়িতে নিরামিষ খাবার খাওয়া উচিত।