আজকাল ওয়েবডেস্ক: আজ ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। হিন্দু ধর্মমতে, শিবরাত্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব বলে পরিচিত। দেশ জুড়ে ধুমধাম সহকারে এই দিনে শিবের পুজো করা হয়। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। এমনিতে ১২ মাসে ১২টি শিবরাত্রি পালিত হয়। প্রতি মাসের শিবরাত্রিকে মাসিক শিবরাত্রি বলে। আর ফাল্গুন মাসের শিবরাত্রি হল মহাশিবরাত্রি। কথিত রয়েছে, এদিন শিব ও পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একইসঙ্গে এই তিথিতে প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয় বলে প্রচলিত বিশ্বাস।
শিবরাত্রিতে চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেকেই উপোস রেখে চার প্রহরের পুজো করেন। শাস্ত্র মতে, মহাশিবরাত্রিতে নিয়ম মেনে চার প্রহরের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। কিন্তু মহাশিবরাত্রির উপোস ও পুজোয় বিশেষ কিছু রীতিনীতি মেনে চলতে হয়। জেনে নিন মহাদেবের পুজোর সেই সব খুঁটিনাটি-
কী কী করবেন না
১. শাস্ত্র মতে, মহাশিবরাত্রিতে কালো ও নীল রঙের পোশাক পরা অশুভ। বদলে পরতে পারেন লাল, হলুদ, সবুজ রঙের পোশাক। স্নানের পর এই সব রঙের পোশাক পরে পুজো করলে তুষ্ট হন মহাদেব। 
 
 ২. শিবরাত্রি যেহেতু চার প্রহরে পুজো হয়, তাই প্রতিবার সম্ভব না হলেও অন্তত সন্ধেয় স্নান করে পুজোয় বসুন। পরের দিন সকালেও স্নান সেরেই উপোস ভঙ্গ করুন। 
 
 ৩. শিবরাত্রিতে আমিষ খাবার খাওয়া উচিত নয়। এদিন পেয়াঁজ রসুন থেকেও দূরে থাকুন। একইসঙ্গে শিবরাত্রিতে চাল, গম কিংবা ডাল জাতীয় খাবার না খাওয়ার রীতি রয়েছে। 
 
 ৪. শিবলিঙ্গে নারকেলের জল ঢালবেন না। হিন্দু ধর্মে নারকেলকে শুভ বলে মনে করা হয়। সাধারণত, সকল আচার-অনুষ্ঠান এবং শুভ অনুষ্ঠানে নারকেল উৎসর্গ করা হয়। কিন্তু এই ফলটি শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়।
 
 ৫. কথিত রয়েছে, এই তিথিতে কারও সঙ্গে ঝগড়া করা কিংবা অপশব্দ ব্যবহার করা উচিত নয়। বাড়িতে কোনও অশান্তি হওয়া থেকেও বিরত থাকুন। 
কী কী করবেন
১. অনেকেই জানেন না শিবরাত্রিতে চার প্রহরে পুজোর নিয়ম রয়েছে। তাই সম্ভব হলে চার প্রহরের সঠিক সময় জেনে পুজো করুন। 
 
 ২. বাড়িতেও করতে পারেন শিবলিঙ্গ স্থাপন। মহাশিবরাত্রির দিনে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা শুভ। শাস্ত্র বলছে, বাড়িতে শিবলিঙ্গ এনে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। এছাড়াও সারা দিন ওম নম: শিবায় মন্ত্রোচারণ করলেও শুভ ফল পাওয়া যায়। 
 
 ৩. শিবলিঙ্গে শণ, ধুতরা, আখের রস ও চন্দন নিবেদন করতে পারেন। জল, কাঁচা দুধ, আকন্দ ও গোটা চাল নিবেদন করা শুভ। 
 
 ৪. এদিন রাত জেগে শিব স্তোত্র পাঠ করলেও মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় বলে কথিত রয়েছে। 
 
 ৫. এছাড়া শিবরাত্রির উপোসেরও বেশ কিছু নিয়ম আছে। যেমন একবার ফল খেতে পারেন। নিরামিষ খাবারেও যেন সাধারণ নুনের বদলে সৈন্ধব লবণ থাকতে হবে।
