আজকাল ওয়েবডেস্ক: বিশ্বাসই যে কোনও সম্পর্কের বুনিয়াদ। আর সেই বিশ্বাসই যদি এভাবে ভেঙে যায় তবে কি কেউ তা মেনে নিতে পারেন? চার বছর ডেট করার পর এক যুবক জানতে পারলেন, প্রেমিকার বয়স যা ভেবেছিলেন, তা মোটেই তাঁর আসল বয়স নয়। তাঁর আসল বয়স প্রায় দ্বিগুণ! এমনই ঘটনা ঘটেছে এক কোরিয়ান যুবকের সঙ্গে। যুবক নিজেই নেটমাধ্যমে জানিয়েছেন সে কথা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক নেটমাধ্যম রেডিট-এ লিখেছেন, "চার বছর সম্পর্কে থাকার পর আমি জানতে পারলাম, আমার প্রেমিকার বয়স ২৭ নয়, ৪৮!" নিজের পোস্টে ওই যুবক জানিয়েছেন, তাঁদের বাড়ি কিছুটা দূরে হওয়ায় সামনাসামনি দেখা হওয়ার সুযোগ কমই ছিল। কথা হত মূলত ভিডিও কলে। প্রেমিকা তাঁকে জানিয়েছিলেন, ১৯৯৮ সালের এপ্রিল মাসে জন্ম তাঁর। প্রেমিকার মুখ দেখেও তাঁর বয়স নিয়ে কোনও সন্দেহ হয়নি যুবকের।
এতদিনে অভিযোগকারী যুবক বুঝতে পেরেছেন, সবই মেকআপের কামাল। সম্প্রতি প্রেমিকার ল্যাপটপে ছবি দেখতে দেখতে এক জায়গায় চোখ আটকে যায় যুবকের। হঠাৎ করেই প্রেমিকার ল্যাপটপে তাঁর পাসপোর্টের একটি ছবি খুঁজে পান তিনি। সেখানেই তিনি দেখেন, জন্মের সাল লেখা রয়েছে ১৯৭৭! মাথায় আকাশ ভেঙে পড়ে যুবকের। এর পরই তাঁর মাথায় আসে আরও একটি বিষয়। তাঁর প্রেমিকার অধিকাংশ বন্ধুবান্ধব মধ্য চল্লিশের। অবশেষে বুঝতে পেয়েছেন, তার কারণও। তবু প্রেমিকাকে ছাড়তে মন চাইছে না তাঁর, তাই নেটিজেনদের কাছেই পরামর্শ চেয়েছেন কী করা উচিত।
