আজকাল ওয়েবডেস্ক: সকলের কাছে সৌন্দর্য্যের সংজ্ঞা আলাদা। বিশেষ করে সে সৌর্ন্দয্য মুখাবয়বের হলে তো কথাই নেই। কারও ডাগর ডাগর চোখ পছন্দ, কারও পছন্দ টিকালো নাক। কারও কালচে ঠোঁট ভাল লাগে কারও আবার চাই গোলাপী ঠোঁট। কিন্তু যদি এমন হয়, যে কেউ চাইছেন গোলাপী আভা প্রকাশ পাক ঠোঁটে। কিন্তু বিভিন্ন কারণে ঠোঁট গোলাপী না হয়ে কালচে হয়ে গেল? আছে, তাঁদের জন্যেও সমাধান আছে। রইল কালচে ঠোঁট গোলাপী করার তিনটি ঘরোয়া কৌশল।
১.  মধু এবং চিনি: মধু এবং চিনি ঠোঁটের মৃত চামড়া দূর করতে এবং ঠোঁটের প্রাকৃতিক গোলাপী আভা ফিরিয়ে আনতে সাহায্য করে।
 
 * এক চা চামচ মধুর সঙ্গে আধা চা চামচ চিনি মিশিয়ে নিন।
 
 * আলতোভাবে এই মিশ্রণটি আপনার ঠোঁটে ২-৩ মিনিট ধরে ঘষুন।
 
 * এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
 
 * ভাল ফল পেতে সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করুন।
২.  লেবুর রস: লেবুর রসে প্রাকৃতিক ব্লিচিং উপাদান থাকে যা ঠোঁটের কালো দাগ হালকা করতে সাহায্য করতে পারে।
 
 * এক টুকরো লেবু কেটে নিন এবং সরাসরি আপনার ঠোঁটে ঘষুন।
 
 * ২-৩ মিনিট রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
 
 * লেবু ব্যবহারের পর ঠোঁটে সামান্য জ্বালা অনুভব হতে পারে।
 
 * নিয়মিত ব্যবহারে ঠোঁটের রং হালকা হতে পারে। তবে, অতিরিক্ত ব্যবহার ঠোঁটের ত্বক শুষ্ক করে দিতে পারে, তাই সাবধানে ব্যবহার করুন।
৩.  বিটরুটের রস: বিটের রস ঠোঁটকে প্রাকৃতিকভাবে গোলাপী করতে খুব কার্যকর।
 
 * একটু বিটরুটের রস বের করে নিন।
 
 * এই রস আপনার ঠোঁটে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন।
 
 * এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
 
 * এটি প্রতিদিন ব্যবহার করলে ঠোঁটের রঙ ধীরে ধীরে গোলাপী হবে।
