আজকাল ওয়েবডেস্ক: আধুনিক যুগে মানসিক চাপ যেন নিত্য সঙ্গী! অফিসের ডেডলাইন, পারিবারিক নানা কাজ, ব্যক্তিগত জীবন— সব মিলিয়েই সারা দিনের নানা সমস্যা মনের অনেকটা জুড়ে থাকে। ইদানীং কমবয়সিরাও মানসিক চাপের শিকার হন। প্রভাব পড়ে শরীরের উপর। সামান্য বিষয়তেই বুক ধড়ফড় করে ওঠে। বাড়ে উৎকন্ঠাও। যা আরও বাড়িয়ে দেয় রোজকার বেশ কয়েকটি অভ্যাস। তাহলে মানসিক চাপ কমানোর জন্য কোন কোন অভ্যাস বদলানো জরুরি। রইল তারই হদিশ।
অনেকেই কর্মব্যস্ততার জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার সময় মতো করেন না। যা শুধুই শরীরের উপর প্রভাব ফেলে না, বাড়ায় মানসিক চাপও। তাই মানসিক স্বাস্থ্য ভাল রাখতে প্রতিদিন সঠিকভাবে খাবার খাওয়া প্রয়োজন।
আধুনিক যুগে প্রক্রিয়াজাত খাবারের উপর ঝোঁক বেড়েছে। ছোটরা তো বটেই, বড়দেরও প্রসেসড খাবার খাওয়ার অভ্যাস তৈরি হয়েছে। যা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।
মানসিক চাপ কমাতে মদ্যপানে রাশ টানা জরুরি। অনেকেই ভাবেন মদ্যপান করলে দুশ্চিন্তামুক্ত হওয়া যায়। যা আদপে ঠিক নয়। বরং অ্যালকোহল শরীর সহ মনের উপরও গভীর প্রভাব ফেলে।
জানলে অবাক হবেন বেশি চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলেও তা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। আসলে সুগার শরীরকে অলস করে দেয়, কাজে এনার্জি থাকে না। মানসিক স্বাস্থ্যও বিঘ্ন ঘটায়।
সবসময় সোশ্যাল মিডিয়ায় আসক্তি থাকাও মনের উপর চাপ তৈরি করে। বদলে বই পড়া, গান শোনার অভ্যাস তৈরি করুন।
মানসিক স্বাস্থ্যের জন্য শরীরচর্চার বড় ভূমিকা রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘক্ষণ একটানা বসে থাকলে, শরীরকে সঞ্চালন না করলে মনের উপর চাপ তৈরি হয়। এছাড়া উৎকন্ঠা, দুশ্চিন্তা কমাতে ঘুম খুবই জরুরি।
