আজকাল ওয়েবডেস্ক: নাম ‘আনমোল’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় অমূল্য। শুধু নামে নয়, আক্ষরিক অর্থেই সে অমূল্য। আনমোল যেন এক কথায় পৌরুষের জ্বলন্ত উদাহরণ। যেমন স্বাস্থ্য তেমন জেল্লাদার ত্বক। এমনকী তাঁর বীর্যও অমূল্য। সারাদেশেই সেই বীর্যের প্রবল চাহিদা। তবে আনমোল কিন্তু কোনও মানুষ না। সে হল ভারতের অন্যতম বিখ্যাত মহিষ।
আনমোল ভারতের হরিয়ানা রাজ্যের একটি উন্নত মুর্রা জাতের মোষ। এই জাতটি মূলত উচ্চ মানের দুধ উৎপাদনের জন্য বিখ্যাত। আনমোলের বিশাল আকার, আকর্ষণীয় চেহারা এবং বংশগত গুণের জন্য সে দেশজুড়ে বিভিন্ন পশু মেলা এবং প্রতিযোগিতায় তারকা হিসেবে পরিচিতি পেয়েছে। তবে আনমোলের সবচেয়ে বড় পরিচয় হল তার আকাশছোঁয়া দাম। এর সর্বোচ্চ দাম ২৩ কোটি টাকা পর্যন্ত উঠেছে বলে জানা যায়।
আনমোলের খ্যাতি তার বংশবিস্তারের ক্ষমতার জন্যও। এর বীর্য বিক্রি করে মালিক বছরে লক্ষ লক্ষ টাকা আয় করেন। কৃত্রিম প্রজননের জন্য আনমোলের বীর্য সারা দেশে বিক্রি হয়, যা উন্নত জাতের মহিষ উৎপাদনে সহায়তা করে।
তবে আয়ের পাশাপশি ব্যয়ও কম নয় মহিষ প্রবরের পেছনে। মহিষটির ওজন প্রায় ১৫০০ কেজি। তাকে প্রতিদিন অত্যন্ত যত্নের সঙ্গে পুষ্টিকর খাবার খাওয়ানো হয়, যার মধ্যে থাকে ২৫০ গ্রাম আমন্ড বাদাম, ৪ কেজি বেদানা, ৩০টি কলা, ২০টি ডিম, দুধ এবং অন্যান্য দামী খাবার। তার প্রতিদিনের খাবারের খরচই প্রায় ১৫০০ টাকা। খাবারের পাশাপাশি ত্বক ভাল রাখতে দিনে দু’বার স্নান করানো হয় রোজ। ত্বক চকচকে রাখার জন্য বাদাম ও সর্ষের তেলের মিশ্রণ দিয়ে মালিশ করা হয়।
আনমোল রাজস্থানের বিখ্যাত পুষ্কর মেলা এবং মিরাটের সর্বভারতীয় কৃষক মেলা-সহ সারা ভারতের বিভিন্ন পশু মেলায় অংশগ্রহণ করে বহু পুরস্কার জিতেছে এবং আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থেকেছে।
