আজকাল ওয়েবডেস্ক: বার্নআউট শব্দটি মাঝেমধ্যেই কানে আসে। কিন্তু বিষয়টি ঠিক কী তা জানেন না অনেকেই। বার্নআউট হল দীর্ঘস্থায়ী এবং নিয়ন্ত্রণহীন কর্মক্ষেত্রের চাপের ফলে সৃষ্ট একটি শারীরিক, মানসিক অবসাদজনিত অবস্থা। বিষয়টিকে কেবল সাধারণ ক্লান্তি বলে অবহেলা করলে চলবে না। এই বার্নআউট কাজের প্রতি এক তীব্র নেতিবাচক মনোভাব নিয়ে আসে যা কর্মদক্ষতা ও ব্যক্তিগত জীবনকে মারাত্মক ভাবে প্রভাবিত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) পর্যন্ত মেনে নিয়েছে বিষয়টিকে। কীভাবে চেনা যায় এই সমস্যা?

১. শারীরিক ও মানসিক ভাবে নিঃশেষিত লাগা: সারাক্ষণ ক্লান্ত লাগা, শক্তিহীন বোধ করা, ঘুমের সমস্যা (অনিদ্রা বা অতিরিক্ত ঘুম), মাথাব্যথা বার্নআউটের অন্যতম প্রধান লক্ষণ।
২. কাজের প্রতি অনিহা: নিজের কাজ, সহকর্মী এবং কর্মক্ষেত্রের প্রতি নেতিবাচক বা উদাসীন মনোভাব তৈরি হওয়া, কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলাও এর অন্যতম লক্ষণ।
৩. কর্মদক্ষতা হ্রাস: এই অবস্থায় কাজে মনোযোগ দিতে অসুবিধা হয়। ফলে সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা এবং নিজের দক্ষতার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলার মতো ঘটনা দেখা যায়। ধরুন কোনও কর্মচারী কিছুদিন আগেও এত ভাল কাজ করছিলেন যে সবাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিল, কিন্তু সেই তিনিই এখন বারবার ভুল করছেন, সহজ কাজও ঠিক মতো করতে পারছেন না। সতর্ক হন। লক্ষণ কিন্তু ভাল নয়। 

মনে রাখবেন বার্নআউট সাধারণ মানসিক চাপ নয়, এটি একটি গুরুতর সমস্যা। সময়মতো সঠিক ব্যবস্থা না নিলে এটি স্বাস্থ্য ও কর্মজীবনের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।