আজকাল ওয়েবডেস্ক: প্রজননের মাধ্যমেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে প্রাণীরা। সামান্য পোকামাকড় থেকে মানুষ কেউই তার ব্যতিক্রম নয়। মানবদেহে প্রজননের মূল ভিত্তি হল ডিম্বাণু এবং শুক্রাণু। কিন্তু পুরুষরা কি নিজেদের শুক্রানুর প্রতি যথেষ্ট যত্নবান? বারবার এই প্রশ্ন তুলে পুরুষদের সতর্ক করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, রোজকার জীবনের কিছু কিছু খারাপ অভ্যাসও কমিয়ে দিতে পারে পুরুষদের প্রজনন ক্ষমতা।

আজকালকার কর্মব্যস্ত জীবনে মোবাইল কিংবা ল্যাপটপ বহু মানুষেরই নিত্যসঙ্গী। অফিসের কাজ হোক বা অবসরের বিনোদন দিনের একটি বড় সময় ল্যাপটপ কোলে নিয়েই কাটে বহু পুরুষের। কিন্তু এই অভ্যাসই ডেকে আনতে পারে সর্বনাশ। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, কোলের উপর ল্যাপটপ রেখে দিনের পর দিন কাজ করলে তার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে আগামী প্রজন্মের ভবিষ্যতের উপরেও।

 ২০১৬ সালের ডিসেম্বরে ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, দীর্ঘক্ষণ কোলের উপর ল্যাপটপ রাখলে পুরুষদের অণ্ডকোষ এবং শুক্রাণুতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের মত ল্যাপটপ থেকেপ তাপ এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নির্গত হয়। এই তরঙ্গ শুক্রাণুর জন্য অত্যন্ত ক্ষতিকর। দিনের পর দিন গোপনাঙ্গের কাছাকাছি ল্যাপটপ রেখে ব্যবহার করলে সেই ল্যাপটপ থেকে তাপ এবং বিকিরণ পুরুষদের অণ্ডকোষের মধ্যে থাকা শুক্রাণুর ডিএনএ-র গঠন নষ্ট করে দিতে পারে।

গবেষণায় আরও দাবি করা হয়েছে, শুধু গঠন নয়, এই তড়িৎ চুম্বকীয় বিকিরণ শুক্রাণুর নড়াচড়া করার ক্ষমতা কমিয়ে দেয়, ফলে কমে যায় শুক্রাণুর গতিবেগ। এমনকী আকৃতিতেও বিকৃতি আসতে পারে। সার্বিকভাবে দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকলে পুরুষদের শুক্রাণুর সংখ্যা ধীরে ধীরে কমে যায় এবং প্রজনন ক্ষমতা হ্রাস পায়। এই ঝুঁকি আরও বেড়ে যায় ওয়াই-ফাই ব্যবহারের ফলে। ওয়াইফাই সংযোগ চালু অবস্থায় কোলে রেখে ল্যাপটপ ব্যবহার করলে বিকিরণ আরও বহুগুণ বেড়ে যায় বলে দাবি গবেষকদের।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
পরিস্থিতি কতটা উদ্বেগজনক, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পরিসংখ্যানেই স্পষ্ট। বিশ্বজুড়ে প্রতি ছয়জনের মধ্যে একজন বন্ধ্যাত্বের সমস্যায় ভোগেন। ভারতে প্রায় ১৫-২০ শতাংশ দম্পতি এই সমস্যার শিকার, যার মধ্যে ৪০-৫০ শতাংশ ক্ষেত্রে সমস্যা থাকে পুরুষদের মধ্যেই। পুরুষদের প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়ার সমস্যাই সে জন্য দায়ী।
শুধু ল্যাপটপই নয়, বিপদ লুকিয়ে রয়েছে পকেটে থাকা মোবাইল ফোনেও। ফোন থেকে যে রেডিয়েশন নির্গত হয়, সে কথা অনেকেই জানেন। কিন্তু এটা জানেন কি যে, প্যান্টের সামনের পকেটে মোবাইল ফোন রাখলে সংলগ্ন অঙ্গপ্রত্যঙ্গ মোবাইলের ক্ষতিকর বিকিরণের সংস্পর্শে আসে। আর সামনের পকেটের কাছেই থাকে পুরুষাঙ্গ এবং অণ্ডকোষ। ফলে শুক্রাণুর সংখ্যা ও গুণমান কমে যাওয়ার আশঙ্কা থাকে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

‘আমেরিকান অ্যাকাডেমি অফ স্লিপ মেডিসিন’-এর একটি গবেষণা জানাচ্ছে, যে সমস্ত পুরুষ ঘুমনোর আগে মোবাইল ফোন ব্যবহার করেন, তাঁদের ঘুমের মান খারাপ হয়। অনিয়মিত বা অপর্যাপ্ত ঘুমও পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাসের অন্যতম কারণ।
কী করণীয়?
বিশেষজ্ঞদের পরামর্শ, কয়েকটি সাধারণ সতর্কতা অবলম্বন করলেই এই ঝুঁকি অনেকটাই এড়িয়ে চলা সম্ভব।
১. ল্যাপটপ কখনওই সরাসরি কোলে রেখে ব্যবহার করবেন না। সব সময় টেবিল বা স্ট্যান্ড ব্যবহার করুন।
২. মোবাইল ফোন প্যান্টের সামনের পকেটে না রাখাই শ্রেয়।
৩. ঘুমনোর অন্তত এক ঘণ্টা আগে থেকে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে দিন।