আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। শীঘ্রই ১২ বছর পর ঘর বদল করতে চলেছে বৃহস্পতি। বর্তমানে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছেন এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি বৃষ রাশিতেই মার্গী হবেন।দেবগুরু ২০২৫ সালের ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির এই অবস্থান বদল নতুন বছরে পাঁচটি রাশির জীবনে বড় প্রভাব পড়তে চলেছে। তাহলে ভাগ্যের চাকা ঘুরবে কাদের? জেনে নেওয়া যাক-

মেষ রাশি: মেষ রাশির জন্য বৃহস্পতির মার্গী হওয়া অত্যন্ত শুভ হতে চলেছে। নতুন বছরে অর্থ লাভের সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের সাফল্য আসবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো চাকরিতে পদোন্নতি হতে পারে।

বৃষ রাশি: বৃহস্পতির ঘর বদল বৃষ রাশির জন্য লাভজনক হবে। প্রতিটি কাজে উন্নতির সুযোগ আসবে। সমাজে বাড়বে মান-যশ-খ্যাতি। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। দাম্পত্য জীবনে শান্তি থাকবে।

কর্কট রাশি: বৃহস্পতির মার্গী হওয়া কর্কট রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিনিয়োগ করলে ভবিষ্যতে সুবিধা পাবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।

বৃশ্চিক রাশি: বৃহস্পতির কৃপায় নতুন বছরে ভাগ্য খুলবে বৃশ্চিক রাশির। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দূর হবে। উন্নতি হবে ব্যবসায়। চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে। বিলাসিতার সঙ্গে জীবন কাটাবেন।

মীন রাশি: বৃহস্পতির মার্গী হওয়া মীন রাশির জন্য অত্যন্ত শুভ হবে। তবে যে কোনও সিদ্ধান্ত ভেবে চিন্তে নিন। তবেই সাফল্যের শিখরে উঠতে পারবেন। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।