আজকাল ওয়েবডেস্ক: ঘন লম্বা চুলের স্বপ্ন কে না দেখেন! কিন্তু বর্তমান সময়ে ক'জনেরই বা সেই স্বপ্নপূরণ হয়। আজকাল ছোট বয়স থেকেই শুরু হয়ে যায় চুলের সমস্যা। বর্তমানে চুল পড়া অতি সাধারণ একটি সমস্যা।  ইদানীং ত্রিশের কোঠা পেরতে না পেরতেই এই সমস্যায় ভোগেন অনেকে। নেপথ্যে ব্যস্ততার যুগে অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং চুলের সঠিক যত্নের অভাব। যার জন্য অনেক নামীদামি প্রসাধনী মেখেও অনেক সময়ে লাভ হয় না। কিন্তু জানেন কি আপনার রান্নাঘরেই রয়েছে চুল ভাল থাকার ম্যাজিক। সম্প্রতি এমনই টিপস দিয়েছেন বিশিষ্ট হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ হাবিব চুলের সমস্যা নিয়ে বেশ কিছু মতামত দিয়েছেন। সেখানেই তিনি চুল ভাল রাখতে পেঁয়াজের রসের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, বাজার চলতি যে সব চুল গজানোর তেল পাওয়া যায়, সেগুলি প্রায় কোনওটাই কাজে আসে না। বরং রান্নাঘরে থাকা পেঁয়াজই আপনার চুলের সমস্যার সমাধান করতে পারে।

জাভেদের পরামর্শ অনুযায়ী, চুলের স্বাস্থ্য ঠিক রাখতে পেঁয়াজের বড় ভূমিকা রয়েছে। পেঁয়াজের রস বের করে সেটি তেলের মতো স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করতে পারেন। সপ্তাহে অন্তত দু'বার এটি করলে দ্রুত ফল পাবেন। পেঁয়াজের খোসা ও রস চুল পড়া করতে কার্যকরী এবং নতুন চুল গজাতে সাহায্য করে। ফলে নিয়মিত এই রস ব্যবহার করলে দ্রুত পাবেন উপকার।

সাক্ষাৎকারে হাবিব জানিয়েছেন, বাজারের নানা রাসায়নিকযুক্ত প্রোডাক্টের চেয়ে চুলের জন্য প্রাকৃতিক উপাদান অনেক বেশি কার্যকর। যে পেঁয়াজের ঝাঁঝ যত বেশি, সেই পেঁয়াজ তত উপকারী। আর সঠিক ফলের জন্য খাঁটি পেঁয়াজের রস ব্যবহার করতে হবে।

চুলে তেল দেওয়া নিয়েও টিপস দিয়েছেন জাভেদ হাবিব। তাঁর মতে, শুষ্ক চুলে তেল কাজ করে না। ভেজা চুলে তেল লাগাতে হবে। একইসঙ্গে তেল লাগানোর আগে ও পরে কী করা উচিত, তাও তিনি পরামর্শ দিয়েছেন। চুলের ভেজানোর জন্য খুব গরম কিংবা ঠান্ডা জল ভাল নয়। সরষের তেলই চুলের জন্য সবচেয়ে ভাল বলে জানিয়েছেন তিনি।