আজকাল ওয়েব ডেস্ক: সেই কবে থেকে পৃথিবীতে চালু হওয়া এক প্রথা হল বিয়ে। এক কথাতেই বিয়ে হয়ে যায় না, অধিকাংশ ক্ষেত্রেই থাকে বহু নিয়মকানুন, আচার অনুষ্ঠান। বাঙালি বিয়েতে যেমন আশীর্বাদ, পাকা দেখা, গায়ে হলুদ থেকে ফুলশয্যা সহ কত কী নিয়ম রয়েছে, তেমনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিয়েকেন্দ্রিক নানান নিয়ম, প্রথা। বিশেষ করে ভারতে বিয়ের আগে থেকেই আচার অনুষ্ঠান শুরু হয়ে যায়। কিন্তু জানেন কি, এদেশে বিয়ের এমন কিছু নিয়ম রয়েছে, যা শুনলে তাজ্জব হবেন আপনিও। আচ্ছা, কখনও শুনেছেন বিয়ের পর এক সপ্তাহ কোনও পোশাক পরেন না মহিলারা। শুনতে অদ্ভূত লাগলেও বাস্তবেই ভারতের একটি জায়গায় এই নিয়ম পালন করা হয়।
ভারতের বিভিন্ন এলাকায় বিয়ের বিভিন্ন রীতি রয়েছে। কোথাও বিয়ের পর পরিবারের সব সদস্যরা মিলে বরের পোশাক ছিঁড়ে দেন, কোথাও আবার দম্পতিকে ঘরবন্ধ করে রাখা হয়। কোনও জায়গায় বরকে ফুল ও মালা দিয়ে অভ্যর্থনা দেওয়া হয়, কয়েকটি জায়গায় টমেটো ছোঁড়ার রীতিও রয়েছে। এসবের মধ্যেই একেবারে ভিন্ন একটি প্রথার দেখা মেলে। যেখানে বিয়ের পর প্রথম সপ্তাহে পোশাক পরেন না নববধূরা। শুধু তাই নয়, স্বামী ও স্ত্রী একে অপরের সঙ্গে কথা বলেন না। আলাদা থাকেন তাঁরা।
বিয়ের 'অদ্ভুত' নিয়মটি রয়েছে হিমাচল প্রদেশের মনিকরণ ভ্যালিতে পিনি গ্রামে। সেখানেই বিয়ের পর এক সপ্তাহ কোনও পোশাক ছাড়াই থাকেন মহিলারা। সেই সময়ে শুধু পশমের বেল্ট পরতে পারেন নতুন বউয়েরা। পুরুষদের জন্যও রয়েছে নির্দিষ্ট নিয়ম।
বিয়ের ওই নিয়মটির সঙ্গে পিনি গ্রামে সাওয়ানের রীতির মিল রয়েছে। সাওয়ানের সময়ে সেখানেও পাঁচ দিন পুরুষ ও মহিলারা কিছু নিয়ম পালন করেন। বিয়ের ক্ষেত্রে মহিলারা পাঁচ দিন কোনও পোশাক পরেন না। আর পুরুষেরা অ্যালকোহল ও মাংস খান না। আসলে মনে করা হয়, নবদম্পতি এই নিয়ম পালন করলে আশীর্বাদ পাবেন। সৌভাগ্য আসবে তাঁদের দাম্পত্যে। এখনও এই নিয়ম মেনে চলা হয়।
