আজকাল ওয়েব ডেস্ক: দীপাবলির আগে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালন করা হয়। ধনতেরাসে সোনা-রুপো কেনা শুভ বলে মনে করা হয়। তবে বর্তমানে সোনা-রুপোতে হাত দিলেই ছ্যাঁকা লাগছে আমজনতার। বদলে কম খরচে কোন কোন জিনিস কিনলে সদয় হবে অর্থভাগ্য, জেনে নেওয়া যাক-
ঝাড়ু- কথিত রয়েছে, ধনতেরাসের দিন বাড়িতে ঝাঁটা কিনে আনলে সংসারের সুখ সমৃদ্ধি দ্বিগুণ হয়। অলক্ষ্মী বিদায় হয়ে ঘরে আসে লক্ষ্মী। আসলে ঝাঁটাকে পরিচ্ছন্নতার প্রতীক বলে ধরা হয়। আর যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা আছে, সেখানেই দেবী লক্ষ্মীর স্থান, তাই ধনতেরাসে ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয়।
হলুদ- দেবতাদের গুরু বৃহস্পতিকে সুখ সমৃদ্ধির কারক বলা হয়।বৃহস্পতির সঙ্গে হলুদের সম্পর্ক রয়েছে। তাই ধনতেরাসে হলুদ কিনলে কেনা সারা বছর পরিবারে সুস্বাস্থ্য, সম্পদ এবং প্রাচুর্য থাকে বলে মনে করা হয়।
জোড় হাতির মূর্তি- মা লক্ষ্মী গজলক্ষ্মী নামেও পরিচিত। ধনতেরাসে বাড়ির উত্তর বা পূর্ব দিকে এক জোড়া হাতির মূর্তি রাখলে দেবীর আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। তবে হাতির শুঁড় থাকতে হবে উপরের দিকে।
কেশর- ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর প্রিয় কেশরের তৈরি মিষ্টি। তাই ধনতেরাসের দিন এই ধরনের মিষ্টি নিবেদন করলে বাড়িতে প্রাচুর্য এবং সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়।
পিতলের পাত্র- পিতল মা লক্ষীর প্রিয় ধাতু। এছাড়াও পিতলের ব্যবহার নানা ভাবে উপকারী।তাই ধনতেরাসের দিন পিতলের পাত্র কেনা শুভ বলে মনে করা হয়। এই দিন অন্যান্য ধাতুর বাসনও কিনতে পারেন।
পান- মা লক্ষ্মী পান পছন্দ করেন। তাই ৫টি পান কিনে দেবীকে নিবেদন করা শুভ বলে গণ্য হয়। এতে সারা বছর অর্থভাগ্য থাকে তুঙ্গে, বাড়ে সুখ সমৃদ্ধি।
কড়ি- প্রাচীনকাল থেকে কড়িকে অর্থ হিসাবে বিবেচনা করে ব্যবসা বাণিজ্য করা হত। আসলে কড়ি হল সম্পদের প্রতীক। তাই ধনতেরাসে দেবী লক্ষ্মীকে কড়ি নিবেদন করলে সুফল পাওয়া যায়।
