আজকাল ওয়েবডেস্ক: উচ্চ রক্তচাপকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপারটেনশন। এখন এই রোগ ঘরে ঘরে দেখা যায়। কিন্তু অবাক করার মতো বিষয়টি হল, এই রোগের প্রাথমিক লক্ষণগুলি সহজে নজরে আসে না। তবে কিছু শারীরিক উপসর্গ দেখা দিলে তা উচ্চ রক্তচাপের ইঙ্গিত হতে পারে। 

১. মাথাব্যথা: উচ্চ রক্তচাপের একটি অন্যতম সাধারণ প্রাথমিক লক্ষণ মাথাব্যথা। বিশেষত, সকালের দিকে অথবা মাথার পেছনের অংশে তীব্র ব্যথা অনুভূত হতে পারে। এই ধরনের মাথাব্যথা প্রায়শই উপেক্ষা করা হয়, কিন্তু এটি উচ্চ রক্তচাপের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে।
২. শ্বাসকষ্ট: অনেক সময় উচ্চ রক্তচাপের রোগীরা সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্ট অনুভব করেন। হৃৎপিণ্ডের উপর অতিরিক্ত চাপের ফলে এই উপসর্গ দেখা দিতে পারে। যদি স্বাভাবিক কাজকর্ম করতে গিয়েও শ্বাস নিতে অসুবিধা হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
৩. নাক থেকে রক্তপাত: হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়া উচ্চ রক্তচাপের একটি লক্ষণ হতে পারে। যদিও এর অন্যান্য কারণও থাকতে পারে, তবে বারবার এমন ঘটলে রক্তচাপ পরীক্ষা করানো উচিত।
৪. ঝাপসা দৃষ্টি: উচ্চ রক্তচাপ চোখের রক্তনালীগুলির উপর প্রভাব ফেলতে পারে, যার ফলে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। উচ্চ রক্তচাপের কারণে হঠাৎ করে দৃষ্টিশক্তির পরিবর্তন লক্ষ্য যেতে পারে।
৫. বুকে ব্যথা ও অস্বাভাবিক হৃদস্পন্দন: উচ্চ রক্তচাপের কারণে বুকে হালকা বা তীব্র ব্যথা অনুভূত হতে পারে। এর সঙ্গে হৃদস্পন্দন অনিয়মিত বা দ্রুত মনে হতে পারে। এই ধরনের লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কারণ অনেক সময় উচ্চ রক্তচাপ হৃদরোগ ডেকে আনে।