আজকাল ওয়েব ডেস্ক: বেশ শখ করে সালোঁয় গিয়ে পছন্দের রং করালেন। খরচ হয়েছিল ভাল টাকাই। ভোলবলের পর সমাজমাধ্যমে ছবি পোস্ট করে প্রশংসাও পেয়েছিলেন। কিন্তু একি! কয়েক দিন যেতে না যেতেই ফিকে হয়ে যাচ্ছে হেয়ার কালার! সালোঁ কর্মীর উপর রাগে ফেটে পড়ছেন নিশ্চয়ই? তবে সত্যি কি শুধু তাঁরই দোষ? ভাল করে ভেবে দেখলে বুঝতে পারবেন চুলে রং করার পর নিয়মের অবহেলা করেছেন আপনিও। চুলে বাহারি রং করার পর আপনার মতো এমন তিক্ত অভিজ্ঞতা অনেকেরই হয়। আসলে চুলে রং করার পর প্রয়োজন বিশেষ যত্ন। না হলে দ্রুত রং ফিকে হয়ে যেতে পারে।
১. চুলে রং করার পরে শ্যাম্পু করার জন্য অন্তত ৭২ ঘণ্টা অপেক্ষা করতেই হবে। এছাড়াও ঘন ঘন চুলে শ্যাম্পু করা চলবে না। আসলে চুলে রং বসতে খানিকটা সময় লাগে। তার আগে বার বার শ্যাম্পু করলে তাড়াতাড়ি রং ধুয়ে যেতে পারে।
২. কালার করার পর কী ধরনের শ্যাম্পু করছেন তা জরুরি। কারণ সালফেট যুক্ত শ্যাম্পু চুলের রং খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তাই রং করানোর পর সালোঁর কর্মীর পরামর্শ অনুযায়ী বিশেষ শ্যাম্পু ব্যবহার করুন।
৩. চুলে রং করানোর পর গরম জলে স্নান করা উচিত নয়। গরম জল চুলের ক্ষতি করে। চুলের রং ফিকে করতেও বেশি সময় নেয় না।
৪. রং করানোর পর চুলে ব্লো ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, কার্লারের মতো বৈদ্যুতিন সরঞ্জাম যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। এতে রং ফিকে যেতে পারে।
৫. রং করার চুল খানিকটা রুক্ষ হয়ে যায়। তাই অনেকে খুব তাড়াতাড়ি আরও নানা রকম ট্রিটমেন্ট করতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এতে চুলের রং ফিকে হয়ে যেতে পারে। বরং চুলে জেল্লা আনতে বাড়িতে তৈরি বিভিন্ন রকম হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।
৬. শ্যাম্পু করার পর কখনও কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এতে আপনার চুলের উপর যেমন একটি সুরক্ষা স্তর তৈরি হয়। আবার চুল সহজেই রুক্ষ হয়ে যায় না। রং করা চুল ভাল থাকবে।
