আজকাল ওয়েবডেস্কঃ লাফিয়ে চড়ছে পারদ। জৈষ্ঠ্যের গরমে নাজেহাল অবস্থা। গরম থেকে মুক্তি পেতে বেড়েছে ফ্যান, এসির ব্যবহার। আর তারই সঙ্গে ইলেকট্রিক বিলও চিন্তার ভাঁজ ফেলছে মধ্যবিত্তের কপালে। আপনারও কি গরমে বিদ্যুতের খরচ অনেকটা বেড়ে গিয়েছে? তাহলে এই পরিস্থিতিতে সহজ কয়েকটি কৌশল মানলেই বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন, মাসের শেষে টান পড়বে না পকেটেও। 

* এসির সঠিক ব্যবহারঃ সাধারণ এসির তুলনায় ইনভার্টার এসিতে বিদ্যুৎ কম খরচ হয়। এর বিশেষত্ব হল, এটি ঘরের তাপমাত্রা অনুসারে কম্প্রেসারের গতি সামঞ্জস্য করে, যা বিদ্যুৎ খরচ কমায়। এক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ে ৫ স্টার রেটিং সহ ইনভার্টার এসিগুলো বেশি কার্যকরী। বিদ্যুৎ বিল বাঁচাতে হলে সঠিক তাপমাত্রায় এসি চালাতে হবে। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) অনুসারে, আমাদের শরীরের জন্য সর্বোত্তম তাপমাত্রা হল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় এসি ব্যবহার করলে বিল খুব বেশি আসবে না। 

* ফ্যানে সঠিক ব্যবহারঃ অনেকে ঘরে না থাকলেও ফ্যান চালু রেখে দেন। এই অভ্যাসের ফলে বাড়ে বিদ্যুৎ বিল। তাই বিদ্যুতের খরচ বাঁচাতে ঘরে থাকাকালীনই শুধু ফ্যান চালান এবং নিয়মিত এটি মেনে চলুন। 

* বুঝে চালান যন্ত্রপাতিঃ মাইক্রোওয়েভ, টোস্টার বা ওভেনের মতো যন্ত্রপাতি প্রচুর বিদ্যুৎ খরচ করে, বিশেষ করে যখন স্ট্যান্ডবাই মোডে রাখা হয়। বিদ্যুৎ খরচ বাঁচাতে ব্যবহারের পরে এগুলো প্রধান সুইচ থেকে বন্ধ করে রাখুন।

* আলো, পুরনো যন্ত্রপাতি বাদ দিনঃ পুরনো বাল্ব এবং যন্ত্রপাতির কারণে বেশি বিদ্যুৎ বিল আসতে পারে। সেক্ষেত্রে এলইডি বাল্ব, ৫ স্টার রেটিংযুক্ত ফ্রিজ এবং স্মার্ট ওয়াশিং মেশিনের মতো যন্ত্রপাতি ব্যবহার করলে বছরে হাজার হাজার টাকা সাশ্রয় হতে পারে।

* অযথা বিদ্যুৎ খরচ নয়ঃ ছোট ছোট জিনিস যেমন ফোনের চার্জার সরিয়ে না রাখা, টিভি স্ট্যান্ডবাই মোডে রাখা অথবা দিনের বেলায় অপ্রয়োজনীয় আলো জ্বালানো - এই সবের ফলে ইলেকট্রিক বিল বেশি আসে। তাই একটু সচেতনভাবে বিদ্যুৎ খরচ করলেই আর খরচা নিয়ে চিন্তা থাকবে না।