আজকাল ওয়েবডেস্ক: কেশশিল্পী হিসাবে জাভেদ হাবিবের থেকে বড় নাম ভারতে কমই আছে। বলিউড তারকা থেকে সাধারণ মানুষ অনেকেই চুলের পরিচর্যা করার জন্য এবং নতুন স্টাইলে চুল কাটার জন্য তাঁর কাছে যান। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সেই হাবিবই জানালেন, অধিকাংশ মানুষই মাথায় তেল দেওয়ার সঠিক পদ্ধতি জানেন না।
ঠিক কী বললেন জাভেদ? কেশশিল্পীর প্রশ্ন, “শুষ্ক চুলে তেল কাজ করে না। এতদিন পর্যন্ত এটা কেউ ভাবেনি। যখন আপনি কন্ডিশনার দেন, তখন চুল ভেজা থাকে। যখন আপনি মাথায় সাবান বা শ্যাম্পু করেন তখনও চুল ভেজা থাকে। তাহলে তেলের বেলায় অন্যথা কেন? কেন শুষ্ক চুলের তেল দেন?”
জাভেদের মতে চুলে তেল মাখার আগে ঈষদুষ্ণ গরম জলে মাথা ধুয়ে নেওয়া উচিত। কোন তেল কীভাবে মাখলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? হাবিব জানান, “চুলের জন্য সবচেয়ে ভাল সরষের তেল। চুলে ভাল করে তেল মেখে নেওয়ার পর হালকা হাতে চুল আঁচড়ে নিন। পাঁচ মিনিট অপেক্ষা করে সাধারণ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।” হাবিব দাবি করেন, রোজ এই রুটিন মেনে চললে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে চুলের ভাল হবে কমবে চুল পড়াও। তেলের পাশাপাশি পেঁয়াজের রস চুলে লাগানোর পরামর্শও দেন হাবিব। জানান, সপ্তাহে দু’বার মাথায় পেঁয়াজের রস মালিশ করলে দারুণ উপকার মিলতে পারে।
