ভারতের যে প্রান্তেরই বিয়ে বাড়ি হোক না কেন, আচার অনুষ্ঠানে ফারাক থাকলেও, কয়েকদিন ধরে হইচই মাস্ট! বিভিন্ন ধরনের আচার, অনুষ্ঠান,... অর্থাৎ এক এক রকমের সাজ, এক এক রকমের মেকআপ। আর আলো, হইচইয়ের মাঝে মেকআপ ঠিকঠাক রাখা বেশ ঝক্কির একটা কাজ। সে আপনি আমন্ত্রিত হিসেবে যান বা আপনারই বিয়ে হোক না কেন! বিয়ে বাড়ি মানেই হইচই, খাওয়া-দাওয়ার পাশাপাশি, অনেক ছবি তোলা। আর প্রতিটি ছবিতেই সাজ নিখুঁত আসা চাই। তাই জেনে নিন কী করলে বিয়ে বাড়ির সমস্ত হইচইয়ের মাঝেও আপনার সাজ একদম ঠিক থাকবে।
মেকআপ কীভাবে করবেন জেনে নিন:
মেকআপের আগে: মেকআপ শুরু করার আগে ভাল করে মুখ ধুয়ে নিন। আপনার ত্বকের জন্য যথাযথ এমন ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এরপর হালকা একটা ময়েশ্চরাইজার লাগিয়ে নিন আপনার ত্বক অনুযায়ী। একটু সময় দিন যাতে ত্বকে একেবারে ভাল করে টেনে যায় এটি।
ঠোঁটের যত্ন: এবার ঠোঁটকে অবহেলা করলে চলবে না। সফট, স্মুদ ঠোঁট চাইলে লিপ বাম লাগিয়ে রাখুন এই বেলা। মুখ এবং ঠোঁটের যত্ন সারা, এবার মন দিন মেকআপে।
প্রাইমার: মেকআপের প্রথম ধাপ হল প্রাইমার লাগানো। টি জোন, ঠোঁটের চারপাশে, চোখের নিচ সহ গোটা মুখে ভাল করে প্রাইমার লাগিয়ে নিন।
চোখের মেকআপ: বিয়ে বাড়ির সাজ মানেই চোখের মেকআপ হতে হবে নজরকাড়া। শিমারি বা স্মোকি আইজ চাই। তাই আইশ্যাডো হিসেবে কপার বা গোল্ড শেডের কিছু আইশ্যাডো ব্যবহার করুন। কাজল পরুন। চাইলে স্মোকি আইজ করতে পারেন। মাসকারা লাগাতে ভুলবেন না যেন!
কনসিলার: বিয়ে বাড়ির সাজে কনসিলার খুবই জরুরি। চোখের নিচে, নাকের দুইপাশে এবং ঠোঁটের পাশে কালচে ভাব থাকলে সেখানে কনসিলার লাগিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন।
ফাউন্ডেশন: মোটা করে ফাউন্ডেশন ব্যবহার না করাই শ্রেয়। হালকা বেস করুন। আপনার ত্বকের থেকে এক শেড হালকা ফাউন্ডেশন ব্যবহার করুন। ভুলভাল ফাউন্ডেশন ব্যবহার করলে কিন্তু গোটা সাজই মাটি হবে। তাই যথাযথ শেডের ফাউন্ডেশন বেছে নিন।
পাউডার: ফাউন্ডেশন লাগানোর পর সেটাকে সেট করার জন্য পাউডার অবশ্যই লাগাবেন। বিশেষ করে কপালে, নাকে এবং থুতনিতে। আর যদি গোটা লুকটাই ম্যাট ফিনিশ চান, তাহলে গোটা মুখেই পাউডার লাগাবেন।
কন্টুর: গালের চর্বি রাতারাতি না গললেও, মেকআপ দিয়ে কিন্তু রোগা বা মোটা লুক নিজেই নিজেকে দিতে পারেন। তাই কন্টুর অবশ্যই করবেন।
ব্লাশ: নাকের উপর আর গালে ব্লাশ লাগাবেন। তবে বেশি পরিমাণে দেবেন না।
হাইলাইটার: হাইলাইটার ব্যবহার করুন, কিন্তু অতিরিক্ত বা পুরো মুখে নয়। কেবল চিকবোন, কপালে।
আইব্রো: চোখের মেকআপ করলেন আর আইব্রো না আঁকলে বড়ই খারাপ লাগবে। তবে ভুল শেড দেবেন না। হালকা ব্রাউন কোনও শেড দিয়ে ভ্রু এঁকে নিন
ঠোঁট: এবার লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে, পছন্দের লিপস্টিক পরে নিন। বোল্ড লুকে চাইলে তেমন রং বেছে নিন, আর নিউড লিপস্টিক চাইলে সেটা পরুন।
সেটিং স্প্রে: এবার একটা মেকআপ সেটিং স্প্রে গোটা মুখে স্প্রে করে নিন। দিয়ে শুকিয়ে নিলেই আপনি তৈরি বিয়ে বাড়ির জন্য।
