ক্যানসার। শব্দটি শুনলেই যেন গলার কাছে দলা পাকিয়ে আসে। এই মারণব্যাধি মহামারির চেয়ে কোনও অংশে কম নয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পৃথিবীতে মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ ক্যানসার। প্রতি ছয় জনের মধ্যে এক জন ক্যানসারের কারণে প্রাণ হারাচ্ছেন। ক্রমশ লাফিয়ে বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা। যার মধ্যে অন্যতম স্তন ক্যানসার। আর এই ব্রেস্ট ক্যানসারের চিকিৎসাতেই সাহায্য করতে পারে মৌমাছির বিষ। সাম্প্রতিক গবেষণা বলছে, স্তন ক্যানসারের কোষ পুরোপুরি ধ্বংস করে দিতেও সক্ষম এই বিষ।
অস্ট্রেলিয়ার হ্যারি পারকিন্স ইনস্টিটিউটের এক যুগান্তকারী গবেষণায় দেখা গিয়েছে, মৌমাছির বিষ ৬০ মিনিটেরও কম সময়ে ১০০% স্তন ক্যানসারের কোষ ধ্বংস করে ফেলে। গবেষকরা জানিয়েছেন,মৌমাছির বিষ বিশেষ করে মেলিটিন নামক একটি যৌগ সুস্থ কোষের ক্ষতি না করেই এক ঘণ্টার কমে সময়ে ১০০% ট্রিপল-নেগেটিভ এবং এইচইআর২ (এইচইআর২) যুক্ত স্তন ক্যানসারের কোষকে মেরে ফেলতে পারে।
বিজ্ঞানীদের দাবি, মৌমাছির বিষে এমন অসংখ্য উপাদান রয়েছে যা ক্যানসারের কোষের বিরুদ্ধে লড়াই করে। মৌমাছির বিষের প্রায় অর্ধেক অংশ তৈরি করে এমন একটি প্রাকৃতিক পেপটাইড মেলিটিন, ক্যানসার কোষের ঝিল্লিতে ছিদ্র করে এবং তাদের বৃদ্ধির লক্ষণ ব্যাহত করে। মূলত টিউমারের গতি কমিয়ে দেয় এবং বিস্তার বন্ধ করেই এই প্রক্রিয়া চলে। চিকিৎসা বিজ্ঞান বলছে, ট্রিপল-নেগেটিভ স্তন ক্যানসার সবচেয়ে আক্রমণাত্মক হয় এবং এর চিকিৎসা করাও কঠিন। তাই গবেষণার এই ফল ক্যানসারের চিকিৎসায় আশার আলো দেখাবে বলে মনে করা হচ্ছে।
