আজকাল ওয়েবডেস্কঃ ভবিষ্যতের আগাম খবর জানতে অনেকে হাত দেখায় বিশ্বাস করেন। তবে শুধু জ্যোতিষশাস্ত্রেই নয়, স্বাস্থ্য বিজ্ঞানেও হাতের বড় ভূমিকা রয়েছে। বলা ভাল, হাতের মুঠোতেই লুকিয়ে শরীরের-স্বাস্থ্যের খবর। বিশেষ করে আপনার পেট ভাল আছে কিনা বলে দিতে পারে হাতের তালু। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, হাতের তালুতে ফুটে ওঠে পেটের সমস্যার নানা লক্ষণ। আসলে হাতের তাপমাত্রার সঙ্গে আমাদের অন্ত্রের স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে। শুধু পেট নয়, থাইরয়েড থেকে ডায়াবেটিসের মতো ক্রনিক অসুখেরও হাতে উপসর্গ দেখা যায়৷
* ঠান্ডা হাতের তালু: রক্ত সঞ্চালন ঠিক না হলে বা থাইরয়েডের সমস্যার ইঙ্গিত হতে পারে অস্বাভাবিক ঠান্ডা হাত। আবার আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রমের মতো অন্ত্রের সমস্যার ক্ষেত্রেও হাত ঠান্ডা থাকতে পারে।
* গরম, লালচে হাতের তালু: হাতের তালু যদি বেশি গরম হয় কিংবা ত্বকে লালচে ভাব বাড়লে তার পিছনে হজমের সমস্যা থাকতে পারে ৷ এছাড়াও এটি হাইপারথাইরয়েডিজম এবং ফাইব্রোমায়ালজিয়া, নিউরোএন্ডোক্রাইন সহ আরও অনেক শারীরিক সমস্যার কারণেও হতে পারে। আবার উষ্ণ আবহাওয়া, শরীরচর্চার পরে এবং উচ্চ রক্তচাপে হাতের তালু গরম হয়ে উঠতে দেখা যায়। অনেক সময়ে কোনও অটো ইমিউন রোগ থাকলে কিংবা অন্তঃসত্ত্বা মহিলাদেরও হাতের তালু লাল হতে পারে।
* হাত ঘামা: হাতের তালু অতিরিক্ত ঘামলে তার নেপথ্যে থাকতে পারে হাইপারহাইড্রোসিস। এটি এমন একটি শারীরিক অবস্থা যা অতিরিক্ত সক্রিয় ঘাম গ্রন্থির কারণে হয়। একইসঙ্গে ডায়াবেটিস এবং থাইরয়েড কিংবা এই অসুখগুলির নির্দিষ্ট কিছু ওষুধ খাওয়ার কারণেও হাত বেশি ঘামতে পারে।
* হাতে তালুতে শুষ্কতা, চুলকানি: কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং ডায়রিয়ার মতো অন্ত্রের সমস্যার কারণে হাতের তালু শুষ্ক হয়ে ওঠে কিংবা চুলকানি হতে পারে। এটি লিভার, থাইরয়েড, ত্বকের অ্যালার্জি বা সংক্রমণের কারণেও হতে পারে।
মনে রাখবেন, হাতের তালু বিভিন্ন রোগের ইঙ্গিত হতে পারে ঠিকই, তবে কোনও লক্ষণ নজরে এলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তাহলেই ঠিক সময়ে নির্দিষ্ট রোগের চিকিৎসা শুরু করা সম্ভব হবে৷
