আজকাল ওয়েবডেস্ক: আগামীকাল ১২ এপ্রিল পালিত হবে ২০২৫ সালের হনুমান জয়ন্তী। হিন্দুধর্ম মতে, চৈত্র পূর্ণিমার এই পূণ্য তিথিতে জন্মগ্রহণ করেন পবনপুত্র হনুমান। বহু বছর বাদে হনুমান জয়ন্তীতে বিরল পঞ্চগ্রহী যোগ গঠিত হতে চলেছে। শনিবার মীন রাশিতে বুধ ও শুক্রের মিলনে হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। সূর্য ও বুধের যুতির ফলে থাকছে বুধাদিত্য রাজযোগ। শুক্র মীন রাশিতে গোচর করে মালব্য রাজযোগ গঠন করবে। একইসঙ্গে সূর্য ও শুক্রের যুতিতে গঠিত হচ্ছে শুক্রাদিত্য যোগ। হনুমান জয়ন্তীতে এই সব রাজযোগের প্রভাবে ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরবে। আপনিও কি আছেন সেই তালিকায়? জেনে নিন-
মেষ- এই রাশির অধিকারীরা বজরংবলীর প্রিয়। এবছর শুভ দিনে পঞ্চগ্রহী যোগের প্রভাবে কপাল খুলবে মেষ রাশির। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কেরিয়ারে বড় সাফল্য পেতে পারেন। সংসারে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সন্তানের বিদেশ যাত্রার সুখবর পেতে পারেন।
মিথুন- হনুমান জয়ন্তীতে পঞ্চগ্রহী যোগের শুভ প্রভাবে মিথুন রাশির ভাগ্যের বদল ঘটবে। বজরংবলীর বিশেষ আশীর্বাদ থাকবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন। যে কোনও কাজে পরিবারকে পাশে পাবেন। অফিসে পদোন্নতি, বেতনবৃদ্ধি হতে পারে।
কন্যা- পঞ্চগ্রহী যোগের প্রভাবে কন্যা রাশির ভাগ্যের সদয় হবে। আত্মবিশ্বাস বাড়বে। পূর্বের কোনও সিদ্ধান্ত আপনাকে উন্নতির চূড়ায় নিয়ে যেতে পারে। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। সমাজে মান-সম্মান বাড়বে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।
মীন- হনুমানের আশীর্বাদ পাবেন কন্যা রাশির মানুষেরা। জীবনে ইতিবাচক পরিবর্তন হতে চলেছে। যে কোনও কাজে সৌভাগ্যের সহায়তা পাবেন। অনেক দিনের আটকে থাকা টাকা এই সময় ফেরত পেতে পারেন। আগের করা বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
