আজকাল ওয়েব ডেস্ক: যে কোনও গ্রহের স্থান পরিবর্তন বিভিন্ন রাশির উপর বড় প্রভাব ফেলে। সময়ের ব্যবধানে প্রতিটি গ্রহই স্থান পরিবর্তন করে। বিভিন্ন সময় উদয়, অস্ত, বক্রী, মার্গি, ইত্যাদি হয়ে থাকে গ্রহরা৷ তেমনই অক্টোবরে বৃহস্পতি বক্রি হতে চলেছে। এক বছর পর পর বৃহস্পতি রাশি পরিবর্তন করে থাকে। একবার একটি রাশি থেকে বেরিয়ে পুনরায় আসতে দেবগুরু বৃহস্পতির সময় লাগে ১২ বছর।
বর্তমানে শুক্রের রাশি অর্থাৎ বৃষতে অবস্থান করছে বৃহস্পতি৷ আগামী ৯ অক্টোবর সকাল ১০.০১ বৃষতে বক্রি হতে চলেছে বৃহস্পতি৷ ওই অবস্থাতে ২০২৫ সালের আগামী ৪ অক্টোবর দুপুর ০১.৪৬ পর্যন্ত থাকবে। বৃহস্পতির বিপরীতমুখী গতি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ১১৯ দিনে বিভিন্ন রাশির জীবনে নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাহলে ভাগ্যের চাকা ঘুরবে কাদের? জেনে নেওয়া যাক-
মেষ রাশি- জাতক- বৃহস্পতির বক্রী অত্যন্ত ভাল সময় নিয়ে আসতে চলেছে মেষ রাশির জীবনে৷ চাকরি পরিবর্তনের জন্য শুভ সময়। চাকরি বদলানোর সুযোগ আসতে পারে। ব্যবসায় বড় চুক্তি স্বাক্ষর করতে পারেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর প্রচুর সুযোগ পাবেন।
সিংহ- বৃহস্পতির বক্রী অত্যন্ত ভাল সময় নিয়ে আসতে চলেছে সিংহ রাশির জন্য৷ আয় সংক্রান্ত বিষয়ে সুখবর পেতে পারেন। কর্মদক্ষতায় অফিসে সকলের প্রশংসা পাবেন। চাকরি-ব্যবসায় উন্নতির বড় সুযোগ আসতে পারে।
তুলা রাশি-বৃহস্পতি তুলা রাশির অষ্টম ঘরে বিরাজমান৷ শীঘ্রই তুলা রাশির শুভ সময় আসতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। যদি বিভিন্ন বিষয়ে সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তাহলে সমাধান খুঁজে পাবেন এবার। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। চাকরিতে উন্নতি সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের মুখ দেখবেন।
