আজকাল ওয়েবডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার ১০ জুলাই গুরু পূর্ণিমা। হিন্দু ধর্মমতে, এই দিনে বেদ সংকলনকারী এবং মহাভারত মহাকাব্য রচনাকারী মহর্ষি বেদ ব্যাসের জন্ম হয়েছিল। তাই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও বিখ্যাত। এবছর গুরুপূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জ্ঞান এবং শুভতার প্রতীক হিসেবে বিবেচিত বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে থাকবেন। গত ১২ জুন বৃহস্পতি মিথুন রাশিতে অস্ত গেছেন। গুরুপূর্ণিমার ঠিক আগের দিন অর্থাৎ আজ ৯ জুলাই রাত ১০টা ৫০ মিনিটে উদিত হবেন দেবগুরু। বৃহস্পতির এই উদয় গুরুপূর্ণিমা দিনটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। যার ইতিবাচক প্রভাব পড়বে তিন রাশির উপর। গুরুপূর্ণিমায় বদলাবে কাদের ভাগ্য? জেনে নিন-
মিথুন: বৃহস্পতির উদয়ে মিথুন রাশির ভাগ্য সদয় হবে। যে কোনও পরিস্থিতি অনুকূল হতে চলেছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন ৷ অফিসে প্রমোশন পেতে পারেন। বিনিয়োগের ব্যবসায় লাভের মুখ দেখবেন। সন্তানের পরীক্ষা সংক্রান্ত দুশ্চিতা কমবে।
কন্যা: বৃহস্পতির প্রভাবে কন্যা রাশির জন্য লাভজনক হবে। অনেক দিনের আটকে থাকা কাজ এবার শেষ করতে পারবেন ৷ চাকুরিজীবীদের জন্য ভাল সময়৷ ব্যবসা আরও সুরক্ষিত হবে৷ আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পারিবারে শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক: দেবগুরুর কৃপায় বৃশ্চিক রাশির ভাগ্যের চাকা ঘুরবে৷ পুরনো ঋণের হাত থেকে মুক্তি পাবেন। সরকারি চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। আর্থিক সংকট কাটবে। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে।
