আজকাল ওয়েবডেস্কঃ জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হন। নির্দিষ্ট সময় অন্তর বৃহস্পতি অবস্থান পরিবর্তন করেন। যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে। আগামী ১৩ জুন বৃহস্পতি রাহুর রাশি আর্দ্রায় গমন করবে। আর্দ্রা আকাশের ষষ্ঠ নক্ষত্র এবং রাহু এই নক্ষত্রের অধিপতি। আর্দ্রা নক্ষত্রে বৃহস্পতির গোচরে চার রাশির অর্থভাগ্য খুলে যাবে। কাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, জেনে নিন-
মিথুনঃ আর্দ্রা নক্ষত্রে বৃহস্পতির গোচর মিথুন রাশির জন্য শুভ হবে। পেশাগত জীবনে উন্নতির সুযোগ পাবেন। জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন হতে পারে। বৃহস্পতির শুভ প্রভাবের কারণে যে কোনও কাজে ভাগ্য সদয় থাকবে। যার ফলে অনেক দিনের অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। পরিবারে সুখ-শান্তি থাকবে।
কন্যাঃ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন কন্যা রাশির জন্য লাভজনক হবে। জীবনে আরাম-বিলাসিতা বাড়বে। আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকায় সঞ্জয় করতে পারবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। আচমকা অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করে থাকলে তা বাস্তবায়িত হতে পারে।
মকরঃ আর্দ্রা নক্ষত্রে বৃহস্পতির গমন মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। সাহস এবং শক্তি সঞ্চয় করে কঠিন কাজেও আসবে সাফল্য। যারা চাকরির চেষ্টা করেছেন তাঁদের চাকরি পাওয়ার যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও বিবাদ থাকলে আজ তা মিটে যাবে।
কুম্ভঃ বৃহস্পতির প্রভাবে কুম্ভ রাশির জীবনে সুদিন ফিরতে চলেছে। অনেক দিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে। অফিসে পদোন্নতি হতে পারে। ব্যবসায়ের লাভের মুখ দেখবেন। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। আধ্যাত্মিক দিকে আগ্রহ বাড়বে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
