আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, একটি নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ রাশি পরিবর্তন করে কিংবা উদয়, অস্ত যায়৷ যার প্রভাব পড়ে বিভিন্ন রাশির জীবনে। জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত। প্রায় ১৩ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি। আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে। আগামী জুন মাসে বৃহস্পতি উদিত হতে চলেছেন। গুরুর উদয় তিন রাশির ভাগ্য বিরাট বদলে দেবে৷
মিথুন: বৃহস্পতির উদয়ে মিথুন রাশির ভাগ্য সদয় হবে। যে কোনও পরিস্থিতি অনুকূল হতে চলেছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন ৷ অফিসে প্রমোশন পেতে পারেন। বিনিয়োগের ব্যবসায় লাভের মুখ দেখবেন। সন্তানের পরীক্ষা সংক্রান্ত দুশ্চিতা কমবে।
তুলা: বৃহস্পতির উদয় তুলা রাশির জন্য লাভজনক হবে। অনেক দিনের আটকে থাকা কাজ এবার শেষ করতে পারবেন ৷ চাকরিজীবীদের জন্য ভাল সময়৷ ব্যবসা আরও সুরক্ষিত হবে৷ আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পারিবারে শান্তি বজায় থাকবে।
মীন: দেবগুরুর কৃপায় মিন রাশির ভাগ্যের চাকা ঘুরবে৷ পুরনো ঋণের হাত থেকে মুক্তি পাবেন। সরকারি চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। আর্থিক সংকট কাটবে। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে।
