আজকাল ওয়েবডেস্ক: বুধবার এমনিতেই গনপতির দিন বলে বিবেচিত হয়। তার উপর আজ ২৭ অগাস্ট গনেশ চতুর্থী। ফলে আজ বিশেষ কিছু রাশির উপর গণপতির আশীর্বাদ বর্ষিত হবে। অন্যদিকে আজ জ্যোতিষ মতে কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গমন করবেন মনের কারক চন্দ্র। সুস্থ থাকবেন সিংহ রাশিতে। সব মিলিয়ে কেমন যাবে আজকের দিনটি? দেখে নেওয়া যাক এক নজরে।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

মেষ
দিনের শুরুতে কিছু প্রতিবন্ধকতা এলেও বুদ্ধির জোরে সেই সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। প্রেমে কিঞ্চিৎ বিরহ এলেও তাতে ভালবাসা বাড়বে ওই কমবে না। তবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে দিনটি বেশ মন্থর। আটকে থাকা কাজে বিশেষ অগ্রগতি হবে না।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

বৃষ
সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ বাড়তে পারে। আইনি জটিলতাও সৃষ্টি হতে পারে। কর্মস্থলেও সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। দূরে ভ্রমণ না করাই ভাল। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, পড়ে গিয়ে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। তবে আজ মোটের উপর অর্থভাগ্য ভাল। পুরোনো বন্ধুর থেকে কিছু টাকা পেতে পারেন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

মিথুন
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সব দিক থেকেই বেশ ভাল। দাম্পত্য মধুর হবে। সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চাইলে আজকেই শুভ দিন তবে কাগজপত্র ভাল করে দেখে নিতে হবে। যাঁরা জমি বাড়ির ব্যবসা করেন তাঁরা আজ ভাল লাভের মুখ দেখবেন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

কর্কট
শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে অন্যান্য দিক থেকে দিনটি মোটের উপর ভাল। অর্থভাগ্য মধ্যম থাকলেও পেশাগতভাবে উন্নতির সুযোগ রয়েছে যা ভবিষ্যতে ভাল ফল দেবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসতে পারে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

সিংহ
নেতৃত্ব দানের ক্ষমতা প্রশংসা পাবে। তবে কর্মক্ষেত্র অতিরিক্ত সতর্ক থাকতে হবে। নির্ভরযোগ্য বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতের আশঙ্কা রয়েছে। স্ত্রী এবং সন্তানের প্রতি বাড়তি মনোযোগ দিন। অসুস্থ পরিজনের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। চিকিৎসাখাতে ব্যায় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। রাস্তাঘাটে দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, দ্রুত গতির যন্ত্রাংশ থেকেও দূরে থাকুন। 

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
কন্যা
প্রণয়সুখ বৃদ্ধি পাবে। অকারণে সঙ্গীর সঙ্গে রাগারাগি করবেন না। বরং শান্ত এবং যুক্তিপূর্ণ আলোচনাতে সমস্যা সমাধানের আশা বেশি। শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে সমাদৃত হবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তার নেকনজরে পড়তে পারেন। মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকুন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

তুলা
পারিবারিক অশান্তি বাড়তে পারে, স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের আশঙ্কা। তবে তুলা রাশির জাতকেরা আজ বাড়ির বাইরে স্নেহ এবং ভালবাসা পাবেন। চাইলে আজ বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পুরোনো কোনও বিনিয়োগ থেকে আজ লাভ হতে পারে। তবে নতুন বিনিয়োগ আজ না করাই ভাল। লোভনীয় প্রস্তাব এলেও ভাল করে যাচাই করে তবেই পা বাড়ান।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
বৃশ্চিক
ক্রনিক রোগে কষ্ট পেতে পারেন। সমাজসেবামূলক কাজে মানসিক শান্তি পাবেন। অল্পবয়সিদের মধ্যে যাঁদের উচ্চশিক্ষার ইচ্ছে আছে, তাঁদের পরিকল্পনা আজ সফল হবে। তবে অসদুপায় অবলম্বনের ফল মারাত্মক হতে পারে। তেজারতির কারবারে আজ ভাল লাভ, তবে অতিরিক্ত লাভের আশা করলে হিতে বিপরীত।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
ধনু
প্রিয়জনকে আজ প্রেম প্রস্তাব দিয়ে লাভ নেই। বাড়তি কথায় অশান্তি বাড়তে পারে। স্বামী স্ত্রীর মনোমালিন্য হলেও বেশিক্ষণ স্থায়ী হবে না। পরিচিত শত্রুর কারণে ক্ষতি হতে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি হলেও সঠিক চিকিৎসায় রোগমুক্তির আশা আছে।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
মকর
মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। বন্ধুভাগ্য ভাল। বন্ধুদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পাবেন। তবে জলে বিপদ রয়েছে তাই নদী-নালা থেকে দূরে থাকাই মঙ্গল। অর্থের দিক থেকেও দিনটি খুবই ভাল। অল্প খরচে দাঁতের সমস্যা থেকে মুক্তির আশা আছে।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
কুম্ভ
দিনটি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই ভাল। পড়াশোনা এবং  চাকরিতে সাফল্য আসবে। স্ত্রীর সঙ্গে অল্প বিবাদ হতে পারে, তবে চেষ্টা করলেই ঝামেলা মিটে যাবে। প্রগলভতা বিড়ম্বনা ডেকে আনতে পারে। পুরোনো বিনিয়োগ থেকে টাকা আসতে পারে। ক্রীড়াবিদরা নতুন সাফল্য পেতে পারেন।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
মীন
পেটের সমস্যায় ভুগতে হতে পারে। খরচ এবং আয় দুইই বাড়বে। ব্যয়সংকোচ করতে পারলে লাভ হবে। ডাক মাধ্যমে সুখবর আসতে পারে। তবে প্রিয়জনের কুব্যবহারে কষ্ট পাবেন।