আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। যার প্রভাব পড়ে  ১২ টি রাশির উপর। আগামী ১৬ নভেম্বর বিকাল ৩টে ১৭ মিনিটে চাঁদ বৃষ রাশিতে প্রবেশ করছে। এরপর ১৮ নভেম্বর ভোর ০৪ টে ৩১ মিনিট পর্যন্ত সেখানেই থাকবে চাঁদ। অন্যদিকে, বৃহস্পতি ইতিমধ্যে বৃষ রাশিতে অবস্থান করছে। তখনই চন্দ্র ও দেবগুরু বৃহস্পতির মিলনে গজকেশরী যোগ তৈরি হবে। এই সময়ে ৪ রাশির জীবনে বড় পরিবর্তন আসতে পারে। হাতের মুঠোয় থাকবে সাফল্য, তাহলে অর্থ-মান-যশ উপচে পড়বে কাদের?

বৃষ: গজকেশরী যোগ বৃষ রাশির জন্য শুভ হবে। যে কোনও কাজে সাফল্য আসতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ এবার শেষ করতে পারবেন। আয় বাড়বে। রাতারাতি বড় অঙ্কের টাকা পাওয়ার যোগ রয়েছে। যারা চাকরি খুঁজছেন তাঁদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। সংসারে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। স্বাস্থ্য আগের চেয়ে ভাল থাকবে। পরিবারে কলহ-বিবাদ মিটে যাবে।

কর্কট: বৃহস্পতি-চন্দ্রর মিলন কর্কট রাশির জন্য লাভজনক হবে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। চাকরিতে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তি করতে পারেন। যা ভবিষ্যতে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবনের জন্য সময় অনুকূল যাবে। কাজে পরিশ্রমের ফল পাবেন। যে কোনও নতুন কাজ শুরু করার শুভ সময়। পরিবারের সকলের সঙ্গে ভাল সময় কাটাবেন।  

ধনু: গজকেশরী যোগ ধনু রাশির জন্য সুদিন আনতে চলেছে। বাড়বে আয়। নতুন আয়ের উৎস পেতে পারেন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। আয় ও ব্যয়ের ভারসাম্যে সঞ্চয় করতে পারবেন। অনেক দিন ধরে কোনও টাকা আটকে থাকলে এবার তা ফেরত পাবেন। ঋণ শোধ করতে পারেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।  

মীন: চন্দ্র ও বৃহস্পতির মিলন মীন রাশির ভাগ্য বদলাতে চলেছে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। বাড়বে আত্মবিশ্বাস। চাকরি কিংবা ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি ভাল হবে। পারিবারিক জীবনে সমস্যা মিটে যাবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।