ক্রিসমাস মানে পার্টি, সাজগোজ আর অফুরন্ত আনন্দ। কারওর রেস্তরাঁ, পাবে হইহুল্লোরের প্ল্যান, কেউ আবার ঘরোয়াভাবে প্রিয়জনদের সঙ্গে নির্ভেজাল আড্ডার সুযোগ খোঁজেন। বাইরে হোক কিংবা বাড়িতে, পার্টিতে সাজগোজ না করলে কি আর চলে! পোশাক আর জুয়েলারির সঙ্গে চাই মানানসই মেকআপ। সঙ্গে নজরে রাখতে হবে হেয়ারস্টাইলও। মেকআপ যেমন চেহারার খুঁত ঢেকে সৌন্দর্য বাড়িয়ে তোলে, ঠিক তেমনই বেমানান মেকআপ সব লুক নষ্ট করে দিতে পারে। কিন্তু পার্টি শুরু হতে না হতেই যদি মেকআপ নষ্ট হয়ে যায় তাহলে সব সাজই মাটি! আসলে শীতের শুষ্কতা, খাওয়াদাওয়া-সব মিলিয়ে মেকআপ টিকিয়ে রাখা বেশ চ্যালেঞ্জের। তবে কিছু সহজ টিপস মেনে চললে ক্রিসমাস পার্টিতে সকলের মাঝে আপনিই হবেন মধ্যমণি। 

পার্টিতে আরামদায়ক পোশাক পরার চেষ্টা করুন। বিশেষ করে যদি আপনার বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন হয়, তাহলে যতই আড্ডাতে অংশ নিন, সঞ্চালকের ভূমিকাও কিন্তু পালন করতে হবে। একইসঙ্গে আজকাল পার্টি মানেই পশ্চিমী পোশাক, এমন নয়। ইন্দো-ওয়েস্টার্নের সাজেও নজর কাড়তে পারেন।

ইতিমধ্যে এরাজ্যের পারদ নামতে শুরু করেছে। সঙ্গে ত্বকে টানও বেশ অনুভব হচ্ছে। তাই মেকআপ শুরুর আগে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না। হালকা প্রাইমার লাগিয়ে ফাউন্ডেশন ব্যবহার করুন। চোখের নীচে, নাকের উপর, কপালের মাঝখানে এবং থুতনিতে কিংবা  মুখের যে অংশগুলোতে খুঁত রয়েছে সেখানে কলসিলার লাগিয়ে নিন। পাউডার ব্যবহার না করলেও চলবে। 

নিঁখুতভাবে করুন চোখের মেকআপ। গোল্ড, কপার গোল্ড, রোজ গোল্ড এই সব আইশ্যাডো ব্যবহার করতে পারেন। রাতের সাজে স্মোকি আইসও বেশ ভাল মানায়। আজকাল ম্যাট সিপস্টিকের রমরমা। ঠোঁটে লিপলাইনার লাগিয়ে ফুশিয়া পিঙ্ক, ব্রাউন রঙের ন্যুড লিপস্টিক লাগাতে পারেন। 

মেকআপের সঙ্গে চুলের সাজও সঠিক হতে হবে। চুল যেন রুক্ষ না লাগে তার জন্য ভাল করে সিরাম ব্যবহার করুন। ঝলমলে চুল খোলা রাখলেও মোহময়ী দেখাবে। তবে চুলের জেল্লা কম থাকলে বেঁধে রাখাই ভাল।