আজকাল ওয়েবডেস্ক: খাদ্যপণ্যের উপর প্রস্রাব, তাও আবার দোকানের ভিতরে ঢুকে! এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল আমেরিকার ফ্লোরিডা। ৭০ বছর বয়সি এক বৃদ্ধ, প্রকাশ্যেই একটি জনপ্রিয় সুপারস্টোরে ঢুকে, দোকানের তাক ভর্তি টিনজাত মাংসের উপর প্রস্রাব করেন বলে খবর। বৃদ্ধের কাজে প্রচুর পরিমাণ মাংস ফেলে দিতে হয়। গোটা ঘটনায় ক্ষতির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ টাকারও বেশি!

ঘটনাটি ঘটেছে অরল্যান্ডোর অদূরে লেডি লেক শহরের ‘স্যাম’স ক্লাব’ নামক রিটেল চেইন স্টোরে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম প্যাট্রিক ফ্রান্সিস মিচেল। স্টোরের ভিতরে থাকা নজরদারি ক্যামেরার ফুটেজেই ধরা পড়েছে মিচেলের এই বিকৃত কাণ্ড। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় এক পুলিশকর্তা রনি উইলিয়ামস জানিয়েছেন, “ফুটেজ বিশ্লেষণ করে যা দেখা গিয়েছে, তা একেবারে স্পষ্ট। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। এখানে সন্দেহের কোনও অবকাশ নেই।”

দোকান কর্তৃপক্ষের দাবি, বৃদ্ধের কাণ্ডে নষ্ট হয়েছে ভিয়েনা সসেজের ১৮৮টি প্যাকেট এবং স্প্যাম ক্লাসিক নামক প্রক্রিয়াজাত মাংসের ৩৪৫টি ক্যান। সংক্রমণের ঝুঁকি থাকায় সেগুলি ফেলে দিতে হয়েছে। আর তাতেই ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ১০,৫০০ মার্কিন ডলার।

মিচেলের বিরুদ্ধে অশালীন আচরণ এবং অপরাধমূলক উপদ্রবের অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডার আইনে, ক্ষতির পরিমাণ ১,০০০ ডলার ছাড়ালেই তা ‘ফেলোনি’ বা গুরুতর অপরাধের আওতায় পড়ে। ফলে বৃদ্ধের বিরুদ্ধে আনা অভিযোগ অত্যন্ত গুরুতর। কিন্তু এতকিছুর পরেও আদালতে দাঁড়িয়ে মিচেল নিজের দোষ স্বীকার করেননি। উল্টে তাঁর দাবি, তিনি নির্দোষ। ৩,০০০ ডলারের বন্ডে তাঁকে জামিন দিয়েছে আদালত। তবে কোর্ট যাই রায় দিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন মুলুকে। নেটপাড়াতেও বিতর্কের ঝড়।