আজকাল ওয়েবডেস্ক: বর্ষা মানেই একরাশ স্নিগ্ধতা, সবুজে মোড়া পথ, আর তার সঙ্গে বৃষ্টি ভেজা দিন। কিন্তু এই সৌন্দর্যের পাশেই লুকিয়ে থাকে এক বড় সমস্যা, রাস্তার জমা জল, কর্দমাক্ত পথ। আর জল-কাদা মানেই ময়লা ভেজা-জুতো। বিশেষত, চামড়ার জুতো বা ক্যানভাস স্নিকার্স ভিজলে কেবল দুর্গন্ধই নয়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। তাই বর্ষায় জুতোর বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। 

১. জুতো ভিজে গেলে কী করবেন?
জুতো ভিজে গেলে প্রথম কাজ, যত দ্রুত সম্ভব শুকিয়ে ফেলা। অনেকেই সরাসরি রোদে রেখে দেন। কিন্তু এটা চামড়া বা সুয়েড জুতোর জন্য মারাত্মক ক্ষতিকর। এর পরিবর্তে জুতোর ভিতরে টিস্যু কাগজ বা খবরের কাগজ গুঁজে দিন, যাতে আর্দ্রতা শুষে নেয়। শুকনো, বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। কিছুটা দূর থেকে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন।

২. জুতো পরিষ্কার রাখুন নিয়মিত
বৃষ্টির জলে কাদা, ধুলো এবং জীবাণু জমে যায় জুতোর গায়ে। তাই স্নিকার্স বা স্যান্ডেল গরম জলে ভেজানো নরম কাপড়ে মুছে নিতে পারেন। চামড়ার জুতো হলে ব্যবহার করুন বিশেষ লেদার ক্লিনার। ফ্যাব্রিক বা কাপড়ের জুতো হলে হালকা সাবানজলে ধুয়ে ফ্যানের নিচে শুকিয়ে নিন।

৩. জুতোয় দুর্গন্ধ রুখতে কী করবেন?
বর্ষাকালে ভিজে জুতোর ভিতরে স্যাঁতসেঁতে ভাব থেকে দুর্গন্ধ ছড়ায়। এর প্রতিকার হিসাবে প্রতি রাতে জুতোর ভিতরে কিছুটা বেকিং সোডা ছড়িয়ে দিতে পারেন। এছাড়া আজকাল বাজারে পাওয়া যায় ‘ডিওডোরাইজিং ইনসোল’ বলে এক ধরনের বিশেষ সোল। সেগুলিও ব্যবহার করে দেখতে পারেন। পাশাপাশি, একজোড়া অতিরিক্ত জুতো রাখুন, যেন পালা করে ব্যবহার করতে পারেন।

৪. চামড়ার জুতো বাঁচাতে কী করবেন?
চামড়া বর্ষার জলে ভিজলে দ্রুত ক্ষয় হয়। তাই বর্ষার আগে চামড়ার জুতোয় ‘ওয়াটারপ্রুফ লেদার কন্ডিশনার’ মাখিয়ে দিতে পারেন। তবে নিতান্তই ভিজে গেলে রোদে শুকাবেন না, চামড়া ফেটে যাবে।


৫. জুতোর স্টোরেজেও সতর্কতা জরুরি
বর্ষায় জুতো শুধু পরিষ্কার রাখলেই হবে না, ঠিকভাবে রাখাও জরুরি। ভিজে জুতো কখনওই কাবার্ডে রাখবেন না। খোলা জায়গায় রাখুন। দরকারে শুকনো কাপড়ে মুড়ে ড্রায়ার ব্যাগে রাখুন। ন্যাপথলিন বল বা সিলিকা জেল রাখুন জুতো সংরক্ষণের জায়গায় যাতে জীবাণু বা ফাঙ্গাস না ছড়ায়।