আজকাল ওয়েবডেস্ক: শরীরে জমা টক্সিন বা দূষিত পদার্থ ঘামের মাধ্যমে বেরিয়ে যায়। গরমে কিংবা বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলে ঘাম হওয়া অস্বাভাবিক নয়। ভয়, উদ্বেগ বা আতঙ্ক থেকেও অনেক সময়ে ঘাম হয়। কিন্তু অকারণে অত্যাধিক ঘামের পিছনে লুকিয়ে থাকতে পারে জটিল কোনও রোগ। ভিটামিন ডি-এর অভাবে অতিরিক্ত ঘাম হতে পারে। আসলে চুল থেকে নখ, সবকিছুই ঠিক থাকতে পারে যদি শরীরে ভিটামিনের মাত্রা পর্যাপ্ত থাকে। আর এই ভিটামনের অভাবেই আরও বেশ কিছু গুরুতর লক্ষণ দেখা যায়। জেনে নিন বিশদে।

শরীরে ক্যালসিয়ামের জোগান দেয় ভিটামিন ডি। যা হাড় মজবুত ও শক্তিশালী রাখে। তবে শরীরে ভিটামিন ডি-র ঘাটতি থাকলে ক্যালশিয়ামের অভাবে হাড় ভিতর থেকে ক্ষয়ে যেতে থাকে।

ভিটামিন ডি-র অভাবে শরীরে সবসময়ে ক্লান্তিভাব আসতে পারে। সামান্য পরিশ্রম কিংবা অতি অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ার প্রবণতা দেখা যায়

ভিটামিন ডি-এর ঘাটতি ত্বকের উপর বড় প্রভাব ফেলে। কোনও ক্ষতস্থান দ্রুত শুকোয় না। তাই শরীরের কোথাও ক্ষত হলে ভিটামিন ডি-এর কারণে দেরিয়ে শুকোতে পারে।

ভিটামিন ডি চুল ভাল রাখতে সাহায্য করে। তাই চুল পড়ার মতো লক্ষণের পিছনে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে কিনা যাচাই করে নিন।

ওজন বাড়ার একটি বড় কারণ হতে পারে ভিটামিন ডি-র ঘাটতি। নিয়ম করে খাওয়াদাওয়া করেও শরীরে পরিমাণ মতো ভিটামিন ডি-র অভাবে ওজন বেড়ে যেতে পারে।