আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আগে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছিলেন। মুখোমুখি সাক্ষাতেও মুগ্ধ হয়েছিলেন রূপে। কিন্তু বিয়ের পর স্ত্রী মুখের মেকআপ সরাতেই মাথায় হাত স্বামীর! এ তো অন্য মানুষ! এহেন ‘প্রতারণা’র অভিযোগেই বিয়ের মাত্র এক মাসের মাথায় আদালতের দ্বারস্থ হলেন মিশরের এক ব্যক্তি। তাঁর আর্তি, মেকআপহীন স্ত্রীকে তিনি চিনতেই পারছেন না, তাই একসঙ্গে থাকাও সম্ভব নয়।
এই আজব কাণ্ড ঘিরে শোরগোল পড়েছে মিশর-সহ গোটা বিশ্বের নেটদুনিয়ায়। জানা গিয়েছে, পাত্র-পাত্রীর আলাপ হয়েছিল অনলাইনে। সোশ্যাল মিডিয়ায় মহিলার ছবিতে মুগ্ধ হন ওই ব্যক্তি। কয়েকবার দেখাসাক্ষাতের পরেও সেই মোহ কাটেনি, কারণ তখনও মেকআপেই নিজেকে সাজিয়ে রাখতেন মহিলা। অতঃপর, ধুমধাম করে বিয়েও হয়।
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে
কিন্তু গোল বাধল বিয়ের পর। স্বামীর দাবি, বিয়ের পর প্রথমবার স্ত্রীকে মেকআপ ছাড়া দেখেন তিনি এবং রীতিমতো চমকে ওঠেন। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ার ছবির সঙ্গে বাস্তবের চেহারার কোনও মিলই নেই। কায়রোর পারিবারিক আদালতে তিনি বিচারককে বলেন, “আমার মনে হচ্ছিল, আমি যেন সম্পূর্ণ অন্য এক জনকে বিয়ে করেছি। তাঁর এই রূপান্তরের জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি প্রতারিত হয়েছি।”
সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টাও করেছিলেন বলে দাবি করেছেন ওই ব্যক্তি। কিন্তু এক মাসের বেশি পারেননি। শেষ পর্যন্ত বিচ্ছেদের পথই বেছে নিতে বাধ্য হয়েছেন বলে দাবি তাঁর।
স্বাভাবিক ভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে নেটদুনিয়ায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। আধুনিক যুগে সম্পর্কের ভিত্তি কি শুধুই বাহ্যিক সৌন্দর্য? এই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। সৌন্দর্যের মাপকাঠি এবং সততা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকেই মনে করছেন, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সোশ্যাল মিডিয়ার মায়াবী ভুবন আর বাস্তবের মধ্যে ফারাক কতটা। তবে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও মেকআপ-বিভ্রাটের কারণে বিয়ে ভাঙার খবর শিরোনামে এসেছিল, সেবারও তুমুল বিতর্কের জন্ম দেয় বিষয়টি।
