আজকাল ওয়েবডেস্ক: এক সময় বামপন্থীরা মিছিল করে স্লোগান দিতেন, “তোমার নাম, আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম”। পশ্চিমবাংলায় বামেরা শক্তি হারালেও সে যাত্রায় কিন্তু সফল হয়েছিল আন্দোলন। পশ্চিম এশিয়ার দরিদ্র দেশটি থেকে পালাতে বাধ্য হয়েছিল মার্কিন সেনা। সেই থেকেই বামপন্থী আন্দোলনের সাফল্যের স্ট্যাম্প বহন করছে দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটি। কিন্তু জানেন কি, সেই হো চি মিনের দেশেই রয়েছে এমন এক হোটেল যেখানে উদযাপিত হয় চূড়ান্ত বিলাসিতা?

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থিত ডলচে হ্যানয় গোল্ডেন লেক হোটেল, বিশ্বের সবচেয়ে পরিচিত হোটেলগুলির মধ্যে অন্যতম। অদ্ভুত এই হোটেলের প্রায় সব কিছুই ২৪ ক্যারেট সোনার প্রলেপে মোড়া। হ্যাঁ, ঠিকই পড়ছেন। ২০২০ সালে উদ্বোধন হওয়া এই পাঁচতারা হোটেলের বাইরের দেওয়াল থেকে শুরু করে বাথটাব, বেসিন, শাওয়ার হেড, খাওয়ার প্লেট, চামচ, এমনকি টয়লেট পর্যন্ত সোনার প্রলেপে ঢাকা। এমনকী হোটেলের ২৫ তলার ছাদে রয়েছে একটি গোল্ড-প্লেটেড ইনফিনিটি সুইমিং পুল, যা সূর্যের আলোয় ঝলমল করে চোখ ধাঁধিয়ে দেয়।
এই প্রকল্পের পেছনে রয়েছে হোয়া বিহ গ্রুপ। হোটেল মালিকদের অবশ্য দাবি, তৈরি করতে বেশি খরচ হলেও, হোটেলটির রক্ষণাবেক্ষণ ব্যয় বরং কম। কারণ সোনা একটি বর ধাতু। অর্থাৎ এতে মরচে পড়ে না, ক্ষয়ও হয় না। পাশাপাশি এটি বিশ্বের একমাত্র সোনায় মোড়া হোটেল হওয়ায়, সারা দুনিয়া থেকে পর্যটকরা আসেন হোটেলে থাকতে। প্রায় ২০০ কক্ষ বিশিষ্ট এই হোটেলে এক রাতের খরচ প্রায় ২৫০ মার্কিন ডলার থেকে শুরু হয়। যা ভারতীয় মুদ্রায় ২১ হাজার টাকার কিছুটা বেশি। ভ্রমণ প্রেমীদের জন্য জানিয়ে রাখা ভাল, যে কলকাতা থেকে হ্যানয় যাওয়ার বিমানও পাওয়া যায় সহজেই। নন-স্টপ বিমানে চড়লে সময় লাগে মাত্র তিন ঘণ্টা।