আজকাল ওয়েব ডেস্ক: আজ ২৯ অক্টোবর সারা দেশে ধনতেরাস উৎসব পালিত হবে। দীপাবলির সূচনা হয় ধনতেরসের হাত ধরেই। ভূত চতুর্দশীর ঠিক আগের দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস। এই দিনে ধন্বতরী, কুবের এবং দেবী লক্ষ্মীর পূজা করার প্রথা রয়েছে। এবছর ১০০ বছর পর ধনতেরাসে হতে চলেছে ত্রিপুষ্কর যোগ, ইন্দ্র যোগ বিদ্যার্থী যোগ এবং উত্তরা ফাল্গুনীর একটি শুভ সংযোগ। যা এই দিনটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি রাশির উপর বিরল এই রাজযোগের প্রভাব পড়বে। ধনতেরাসের দিন অর্থভাগ্য থাকবে তুঙ্গে, সুখ-সমৃ্দ্ধি উপচে পড়বে কাদের? জেনে নেওয়া যাক-
মেঘ রাশি- ধনতেরাসের দিন শুভ হতে চলেছে মেষ রাশির জন্য। চাকরিতে বাড়বে আয়। ব্যবসায়ীদের ভাল লাভের সম্ভাবনা রয়েছে। অনেকদিনের আটকে থাকা টাকা পেতে পারেন। যে কোনও কাজে আজ সাফল্য পেতে পারেন। সংসারে শান্তি থাকবে।
কন্যা রাশি- ধনতেরাস কন্যা রাশির জন্য লাভজনক হতে চলেছে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখতে পারেন। সঙ্গীর সঙ্গে বিবাদ হলে মিটে যাবে। সম্পর্ক আরও মজবুত হবে। পরিবারের সঙ্গেভাল সময় কাটবে।
তুলা রাশি- ধনতেরাসে বিরল রাজযোগ তুলা রাশির উপর শুভ প্রভাব ফেলবে। ব্যবসায় বড় চুক্তি করতে পারেন। বিনিয়োগের ভবিষ্যতে ভাল লাভ পেতে পারে। জমি সংক্রান্ত কোনও সমস্যা থাকলে মিটে যাবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। সমাজে বাড়বে যশখ্যাতি।
ধনু রাশি-ধনতেরাসের দিন লাভজনক হতে চলেছে ধনু রাশির জন্য। আয় বাড়তে পারে। আর্থিকভাবে লাভবান হবেন এই রাশির মানুষেরা। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। বিদেশের ঘুরতে যাওয়ার পরিকল্পনাকরতে পারেন। ব্যবসায়ীদের বড় লাভের সম্ভাবনা রয়েছে।
