আজকাল ওয়েবডেস্ক: প্রাণের মানুষ খুঁজে নিতে অনেকেই এখন ভরসা রাখেন ডেটিং অ্যাপ-এর উপর। প্রায় সব ডেটিং অ্যাপেই নিজের পছন্দসই মানুষ খুঁজে নেওয়ার জন্য বিভিন্ন বিকল্প মজুত থাকে। কোন ধর্মের মানুষ পছন্দ, পোষ্য ভাল লাগে কি না, বই পড়তে ভালবাসেন কি না, এই ধরনের নানা রকম 'ফিল্টার' থাকে। তেমনই একটি ফিল্টার 'কোন পেশার মানুষ আপনার সবচেয়ে যৌন আবেদনপূর্ণ মনে হয়'। সম্প্রতি একটি ডেটিং অ্যাপের করা একটি সমীক্ষায় দেখা গেল সঙ্গী হিসাবে অ্যাপ ব্যবহারকারী ব্যক্তিদের সবচেয়ে পছন্দ চিকিৎসকেরা।

'দি লিগ' নামের ওই ডেটিং অ্যাপ সম্প্রতি প্রকাশ করেছে এমন একটি সমীক্ষার রিপোর্ট যেখানে দেখা গিয়েছে চিকিৎসাবিদ্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গী হিসাবে চান প্রায় ২৯ শতাংশ মানুষ। ২০০০ মানুষের উপর করা ওই সমীক্ষা বলছে মূলত উচ্চাকাঙ্ক্ষা এবং কর্ম জীবনের সুরক্ষার জন্যই অধিকাংশ মানুষ চিকিৎসকদের প্রতি আকৃষ্ট হচ্ছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শিক্ষকরা। তৃতীয় স্থানে রয়েছেন আপদকালীন ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। অর্থাৎ যাঁরা পুলিশ প্রশাসন কিংবা দমকলের সঙ্গে যুক্ত। 


কিসের ভিত্তিতে এই ফলাফল? অ্যাপটি জানাচ্ছে, যাঁরা এই সমীক্ষায় অংশ নিয়েছেন তাঁদের মধ্যে ৫৬ শতাংশ মানুষ মনে করেন কেরিয়ারের প্রতি দৃষ্টিভঙ্গি তাঁদের হবু সঙ্গীর সঙ্গে না মিললে একসঙ্গে থাকা কঠিন। চিকিৎসকেরা সাধারণত মেধাবী হন, আর্থিক দিক থেকেও তাঁদের জীবন খুব একটা কঠিন নয়। সে কারণেই চিকিৎসকদের প্রতি ঝুঁকছেন 'সিঙ্গেল'রা। কিন্তু তাই বলে ডেটে গিয়ে কিন্তু নিজের পেশা নিয়ে বেশি কথা না বলাই ভাল। সমীক্ষা বলছে, প্রায় ৪৭ শতাংশ মানুষ মনে করেন প্রথম ডেটে কেউ যদি নিজের পেশা নিয়ে বকবক করেন তবে তা গোটা দিনটিকেই মাটি করে দেয়।