আজকাল ওয়েবডেস্ক: প্রাপ্তবয়স্কদের কাছে বেশ জনপ্রিয় ‘পর্নহাব’ ওয়েবসাইট। অনেকেই টাকা দিয়ে তাদের পরিষেবা নিয়ে থাকেন। সম্প্রতি পর্নহাব তার ২০ কোটিরও বেশি প্রিমিয়াম ব্যবহারকারীকে সতর্ক করেছে যে সাইবার হানার ফলে সাইটটিতে তাদের কার্যকলাপ ফাঁস হয়ে যেতে পারে। যদিও সংস্থাটি দাবি করছে যে, ব্যবহারকারীদের পাসওয়ার্ড ও পেমেন্টের বিবরণ সুরক্ষিত আছে। তবুও এই তথ্য ফাঁস অনেককে উদ্বিগ্ন করার জন্য যথেষ্ট। পর্নহাব ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের সন্দেহজনক ইমেল এবং সাইবার হানা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা দাবি করেছে যে তারা পর্নহাবের ট্র্যাফিক বিশ্লেষণের জন্য ব্যবহৃত একটি থার্ড-পার্টি অ্যানালিটিক্স সিস্টেমে হানা দিয়েছে। হামলাকারীরা আরও দাবি করেছে, তাদের কাছে এখন ২০ কোটিরও বেশি ব্যবহারকারীর তথ্য রয়েছে। যেখানে ইমেল অ্যাড্রেস, অবস্থান, ভিডিওর শিরোনাম, সার্চের জন্য ব্যবহৃত শব্দ, কার্যকলাপের ধরণ এবং টাইমস্ট্যাম্প সংক্রান্ত তথ্যও রয়েছে।

এই দাবি যদি সত্যি হয়, তাহলে এর অর্থ শুধু অ্যাকাউন্টের বিবরণই নয়, অত্যন্ত ব্যক্তিগত ব্রাউজিং অভ্যাসও প্ল্যাটফর্মের বাইরে ছড়িয়ে পড়েছে। শাইনিহান্টার্স নামের হ্যাকারের দলটি এই ঘটনার দায় স্বীকার করেছে এবং বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনায় তাদের নাম জড়িয়েছে আগেও।

জানা গিয়েছে, হ্যাকারের দলটি পর্নহাবকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল এবং দাবি করেছিল যে চুরি করা তথ্য থেকে দেখা যায় কীভাবে একজন ব্যবহারকারী সময়ের সঙ্গে সঙ্গে সাইটটি ব্যবহার করছেন। এই খবরটি প্রথম প্রকাশ করে সাইবারসিকিউরিটি বিষয়ক সংবাদমাধ্যম ব্লিপিংকম্পিউটার। তারা জানায় যে এই তথ্য ফাঁসের ঘটনাটির সঙ্গে ‘মিক্সপ্যানেল’ নামের একটি ডেটা অ্যানালিটিক্স সংস্থা জড়িত। যার সঙ্গে পর্নহাব এর আগে কাজ করেছিল।

পর্নহাব জানিয়েছে, এই হ্যাকিং তাদের নিজস্ব সিস্টেম থেকে ঘটেনি। তারা দাবি করেছে, পাসওয়ার্ড, সরকারি পরিচয়পত্র এবং পেমেন্টের বিবরণের মতো সংবেদনশীল তথ্য সুরক্ষিত আছে। সংস্থাটি বলেছে, “আমরা সম্প্রতি জানতে পেরেছি যে একটি অননুমোদিত পক্ষ তৃতীয় পক্ষের ডেটা অ্যানালিটিক্স পরিষেবা প্রদানকারী মিক্সপ্যানেলে সংরক্ষিত তথ্য হাতে পেয়েছে।” তারা আরও জানিয়েছে, হ্যাকাররা খুবই অল্প সংখ্যক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে।

প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ওয়েবসাইটটি আরও জানিয়েছে যে তারা ২০২৩ সালে মিক্সপ্যানেলের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ, ফাঁস হওয়া যে কোনও তথ্য সেই বছর বা তার আগের। তবুও, অনেক ব্যবহারকারীর জন্য এটি খুব একটা স্বস্তিদায়ক নয়। সার্চ হিস্টরি এমন এক ধরনের তথ্য যা পুরনো হলেও মানুষ ব্যক্তিগত থাকবে বলেই আশা করা হয়।

মিক্সপ্যানেলের সিইও জানিয়েছেন, তারা তথ্য ফাঁসের ঘটনাটি নিয়ন্ত্রণে এনেছে। ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলিকে সুরক্ষিত করা হয়েছে এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়োগ করেছে। মিক্সপ্যানেল ব্লিপিংকম্পিউটারকে জানিয়েছে যে, অনলাইনে শেয়ার করা পর্নহাবের তথ্য নভেম্বরের ঘটনা থেকেই এসেছে কি না, তা তারা যাচাই করতে পারেনি।