আজকাল ওয়েবডেস্ক: পঞ্জিকা অনুসারে আজ শ্রাবণ মাসের শুক্লা তৃতীয়া তিথি। আজ রাত ১০ টা ৪১ পর্যন্ত এই তিথি থাকবে। মনের কারক চন্দ্র আজ সারাদিন সিংহ রাশিতে গোচর করবেন। অন্যদিকে সূর্য থাকবেন কর্কট রাশিতে। চন্দ্র সূর্যের অবস্থানের কারণে আজ ব্যাতিপাত যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ব্যাতিপাত যোগ ২৭ টি নিত্য যোগের মধ্যে ১৭ তম। একে অত্যন্ত অশুভ যোগ বলে মনে করা হয়। বিষুব অবস্থানে চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থানের কারণে এই যোগ তৈরি হয়। জ্যোতিষ মতে এই যোগে কোনও শুভ কাজ না করাই ভাল। তাই আজ সারাদিন একটু বেশি সতর্ক থাকতে হবে। কয়েকটি বিশেষ রাশির জন্য এই কথা আরও বেশি করে প্রযোজ্য।
মিথুন
আজকের দিনটা মিথুন রাশির জাতকদের জন্য মানসিক দিক থেকে খুব একটা স্বস্তিদায়ক নয়। কাজের জায়গায় বারবার বাধা আসতে পারে। নির্ধারিত কাজ শেষ মুহূর্তে আটকে যেতে পারে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কাও প্রবল। পারিবারিক ক্ষেত্রেও চাপ তৈরি হতে পারে।
সতর্কতা: তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই ভাল।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
সিংহ
সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে দিনটি শুরু থেকেই কিছুটা অশান্তিপূর্ণ হতে পারে। পারিবারিক কলহ, মানসিক চাপ এবং শারীরিক অসুস্থতা একসঙ্গে আঘাত হানতে পারে। আজ কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নিলে তাতে ভুল হওয়ার আশঙ্কা প্রবল।
সতর্কতা: অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সমস্যায় পড়তে পারেন, তাই ভাবনাচিন্তা করে তবেই কাজ করুন।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
তুলা
তুলা রাশির জাতক-জাতিকারা আজ কিছুতেই কাজে মনোযোগ দিতে পারবেন না। বিশেষ করে যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য দিনটি ঝুঁকিপূর্ণ। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে বাক-বিতণ্ডা হতে পারে।
সতর্কতা: আজকের দিনে অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকুন, বিনিয়োগ এড়ান।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের মন আজ কিছুটা ভারাক্রান্ত থাকতে পারে। দিনের শুরুতেই উদ্বেগ বা হতাশার ছায়া দেখা দিতে পারে। কাজের ক্ষেত্রে চাপ থাকবে, নিজের ওপর আত্মবিশ্বাস না থাকলে তা সামলানো মুশকিল হবে।
সতর্কতা: স্বাস্থ্য ও ঘুমের দিকে খেয়াল রাখুন। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।
কুম্ভ
আজ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সম্মানহানির আশঙ্কা রয়েছে। কারও সঙ্গে কথা বলার সময় সাবধানতা বজায় রাখা প্রয়োজন, কারণ ভুল বোঝাবুঝি থেকে বড় সমস্যা তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ আজ স্থগিত রাখাই ভাল।
সতর্কতা: সামাজিকভাবে নিজেকে সংযত রাখুন, অপচয় ও অনর্থক কথা এড়িয়ে চলুন।
মীন
মীন রাশির জাতকদের জন্য আজকের দিন কিছুটা হতাশাজনক হতে পারে। মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা ও শরীর খারাপের প্রবণতা দেখা দিতে পারে। পরিকল্পনা মতো কাজ এগোবে না, এবং অতিরিক্ত চিন্তার কারণে সম্পর্কেও প্রভাব পড়তে পারে।
সতর্কতা: নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, উদ্বেগ বাড়তে দিলে বড় ক্ষতি হতে পারে।
