আজকাল ওয়েবডেস্ক: আজ ১৫ জুলাই, পঞ্জিকা অনুসারে আজ আষাঢ় মাসের কৃষ্ণা পঞ্চমী তিথি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ মনের কারক চন্দ্র কুম্ভ ছেড়ে মীন রাশিতে গোচর করবেন। পাশাপাশি মঙ্গলবারকে অঞ্জনিপুত্র হনুমানের দিন বলে মনে করা হয়। দেখে নেওয়া যাক বজরঙ্গবলীর কৃপায় কাদের জন্য ভাল যাবে দিনটি।

আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?

আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে

বৃষ

আজকের দিনটি বৃষ রাশির জাতকদের জন্য একেবারে সোনায় মোড়া। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পুরনো কোনও প্রকল্পে সাফল্য মিলবে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য অর্থাগমের যোগ প্রবল। প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন।

 

কর্কট

আজ চন্দ্রের বিশেষ প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের উপর আশীর্বাদ হিসেবে বর্ষিত হবে। প্রেমের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে। চাকরির ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত রয়েছে। দীর্ঘ দিনের জটিলতা কাটতে শুরু করবে।

 

সিংহ

রাশিপতির অবস্থান সিংহ জাতকদের জন্য আজ শুভ বার্তা নিয়ে এসেছে। যাঁরা সৃজনশীল কাজে যুক্ত, যেমন শিল্পী, লেখক বা মিডিয়াকর্মী, তাঁরা আজ নতুন সাফল্যের মুখ দেখতে পারেন। দীর্ঘদিন বন্ধ থাকা কাজ আজ এগোবে। মানসিক সুখ বজায় থাকবে।

 

তুলা

তুলা রাশির জন্য দিনটি সৌহার্দ্যপূর্ণ। পারিবারিক শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনে মিলবে প্রশান্তি। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে। আজ কেউ কোনও গুরুত্বপূর্ণ পরামর্শ চাইলে, ঠান্ডা মাথায় ভেবে উত্তর দিন। অর্থ ভাগ্যও ভাল।

 

ধনু

বজরঙ্গবলীর আশীর্বাদে ধনু রাশির জাতকদের জীবনে আজ হঠাৎ কোনও সুসংবাদ আসতে পারে। চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলে আজই পদক্ষেপ নিন। ভ্রমণের সুযোগ আসতে পারে, তা ভবিষ্যতের জন্য লাভজনক হবে।

 

মীন

দিনটি মীন রাশির জন্য খুবই শুভ। বিশেষ করে যাঁরা পড়াশোনা বা গবেষণার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য আজকের দিনটি সাফল্যময় হতে পারে। প্রেমে নতুন দিগন্তের সূচনা হতে পারে। কারও কাছ থেকে পুরনো পাওনা ফেরত পেতে পারেন।