আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাশি পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিভিন্ন ধরনের প্রভাব ফেলে। আজ, ২৫ মে ২০২৫, মঙ্গল ঘর পরিবর্তন করছেন। এই পরিবর্তন কিছু রাশির জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক হতে চলেছে। সাধারণত, মঙ্গল এক রাশিতে প্রায় ৪৫ দিন অবস্থান করেন। আজ মঙ্গল চতুর্থ ঘরে কর্কট রশিতে গমন করবেন। মঙ্গলের এই অবস্থান পরিবর্তন সাহস, শক্তি, পরাক্রম, ভূমি, সম্পত্তি এবং সম্পর্কের উপর প্রভাব বিস্তার করে।

 * মেষ রাশি: মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলের এই গোচর আত্মবিশ্বাস ও সাহস বহুগুণে বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে এবং আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে। আর্থিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা প্রবল। যাঁরা জমি বা সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় যুক্ত, তাঁরা বিশেষভাবে লাভবান হতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসার যোগ রয়েছে। স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে।
 * কর্কট রাশি: মঙ্গলের এই পরিবর্তন কর্কট রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে। পদোন্নতি বা নতুন দায়িত্ব লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসার প্রসার ঘটবে এবং লাভ বৃদ্ধি পাবে। সামাজিক প্রতিপত্তি বাড়বে। পিতার সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে এবং তাঁর সহযোগিতা পাবেন। সরকারি কাজকর্মে সাফল্য আসবে।
 * বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল। এই গোচর সাহস ও পরাক্রমকে আরও শক্তিশালী করবে। শত্রুরা এই রাশির সামনে টিকতে পারবে না। আইন-আদালতের মামলায় জয় লাভের সম্ভাবনা রয়েছে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং তাঁদের থেকে সাহায্য পেতে পারেন। আর্থিক দিক থেকে আকস্মিক ধনলাভের যোগ তৈরি হতে পারে। পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন।
 * ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গলের এই গোচর সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ ফল দিতে পারে। সন্তানের উন্নতিতে মন খুশি হবে। শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল, উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। প্রেম-ভালবাসার ক্ষেত্রে গভীরতা বাড়বে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন।
 * মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য মঙ্গলের এই পরিবর্তন ভাগ্যোন্নতিতে সহায়ক হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময়ে সম্পন্ন হতে পারে। আধ্যাত্মিক দিকে মন ঝুঁকতে পারে এবং তীর্থযাত্রার সুযোগ আসতে পারে। পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং তাঁর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। বিদেশ যাত্রার চেষ্টায় সাফল্য আসতে পারে।