আজকাল ওয়েবডেস্ক: সরস্বতী পুজো মানেই বাঙালির মনে বসন্তের দোলা। পাঞ্জাবি আর শাড়িতে জুটি বেঁধে ঘুরতে বেরোনোই হোক বা জীবনসঙ্গীর সঙ্গে বসে পুজোর অঞ্জলি দেওয়া, বহু ক্ষেত্রেই এই দিনটি প্রেমের নতুন উপাখ্যান তৈরি করে। কিন্তু দিন শুভ হলেই তো হবে না ভাগ্যেও তো প্রেম থাকতে হবে। জ্যোতিষশাস্ত্র বলে, শুক্র ও চন্দ্রের গতিবিধি আপনার প্রেম জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করে।
বৃষ, মিথুন, কর্কট, কন্যা, বৃশ্চিক এবং ধনু রাশির ব্যক্তিদের জন্য আজকের দিনটি প্রেমময় হয়ে উঠতে পারে। বিশেষ করে কর্কট রাশির অবিবাহিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে যা অপেক্ষা করছিলেন তা পাবেন। পরিবারের সদস্যদের আশীর্বাদে সম্পর্ক চূড়ান্ত হতে পারে। কন্যা রাশির অবিবাহিত ব্যক্তিরা নতুন কোনও বন্ধু পেতে পারেন, যিনি ভবিষ্যতে জীবনসঙ্গীও হতে পারেন।
তুলা রাশির অবিবাহিত ব্যক্তিরাও এমন কারও সাক্ষাৎ পাবেন যিনি জীবনে সুখ বয়ে আনবেন। কিন্তু বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিশ্বাসের অভাব দম্পতিদের মধ্যে ঝগড়ার কারণ হতে পারে। মকর রাশির জন্যেও দিনটি খুব একটা প্রেমের হবে না। দম্পতিদের মধ্যে চলমান সমস্যা আরও বাড়বে, যার কারণে সারা দিন মানসিক চাপ থাকবে।
কুম্ভ এবং মীন রাশির ব্যক্তিদের জন্য দিনটি কিছুটা মুশকিলের হতে পারে। প্রিয়জনের সঙ্গে যে কোনও বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায়, ভুল বোঝাবুঝির কারণে, আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে।
