আজকাল ওয়েবডেস্কঃ বৃহস্পতিকে জ্ঞান, গুরু, সুখ এবং সমৃদ্ধির কারক হিসেবে বিবেচনা করা হয়। প্রায় ১৩ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি। আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে। আজ শনিবার ২৮ জুন দুপুর ২:৪৩ মিনিটে বৃহস্পতি আদ্রা নক্ষত্রের প্রথম পদ থেকে দ্বিতীয় পদে প্রবেশ করবেন। ১৩ জুলাই পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তিনি। আদ্রা নক্ষত্র মিথুন রাশিতে পড়ে যার অধিপতি রাহু। দেবগুরুর এই নক্ষত্র পদ পরিবর্তনের ফলে তিনটি রাশির সৌভাগ্যের দরজা খুলে যাবে।
মিথুন: বৃহস্পতির গোচরে কন্যা রাশির জন্য লাভজনক হবে। জীবনে আরাম-বিলাসিতা বাড়বে। আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকায় সঞ্জয় করতে পারবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। আচমকা অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করে থাকলে তা বাস্তবায়িত হতে পারে।
সিংহঃ আর্দ্রা নক্ষত্রে বৃহস্পতির জায়গা বদল সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। সাহস এবং শক্তি সঞ্চয় করে কঠিন কাজেও আসবে সাফল্য। যারা চাকরির চেষ্টা করেছেন তাঁদের চাকরি পাওয়ার যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও বিবাদ থাকলে আজ তা মিটে যাবে।
ধনুঃ বৃহস্পতির প্রভাবে ধনু রাশির সুদিন আসতে চলেছে। জীবনে আরাম-বিলাসিতা বাড়বে। আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকায় সঞ্জয় করতে পারবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। আচমকা অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করে থাকলে তা বাস্তবায়িত হতে পারে।
