আজকাল ওয়েবডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনে। সম্পর্ক বাইরে থেকে যতই জটিল মনে হোক, যাঁরা সম্পর্কে রয়েছেন তাঁদের মধ্যে যদি বনিবনা থাকে তবে যে কোনও বরফ গলে যেতে বাধ্য। বাইরের মানুষের কাছে যতই জটিল মনে হোক না কেন, সম্পর্কে থাকা মানুষদের কাছে সেটা খুবই সরল হয়ে যায়। কিছুটা তেমনই এক উদাহরণ তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক দম্পতি। ভার্জিনিয়ার ওই দম্পতির নাম রেন এবং ডার্ডেন।
সম্প্রতি একটি রিয়ালিটি শোতে এসেছিলেন এই দম্পতি। সেখানেই নিজেদের সম্পর্কের বিশেষত্বের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। জানান, ডার্ডেন ‘বাই সেক্স্যুয়াল’। অর্থাৎ নারী এবং পুরুষ দুই লিঙ্গের মানুষের প্রতিই আকৃষ্ট হন তিনি। সম্পর্কের শুরুতে যদিও বিষয়টি বুঝতে পারেননি কেউই। একটি ডেটিং অ্যাপে আলাপ হয় দু’জনের। প্রেম করে বিয়েও করেন দু’জনে। বিয়ের বছর দেড়েকের মাথায় ডার্ডেন বুঝতে পারেন বিষয়টি। ঘটনা চেপে না রেখে স্ত্রীকে খুলে বলেন তিনি। বিষয়টি শুনে মোটেই রেগে যাননি রেন। বরং তিনি প্রস্তাব দেন স্বামীকে ‘ওপেন ম্যারেজ’- এর। অর্থাৎ তাঁরা বিবাহিত থাকলেও স্বামীকে তিনি অনুমতি দেন পছন্দসই পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার।
 
 রিয়ালিটি শো-তে রেন জানিয়েছেন, স্বামীর পুরুষসঙ্গ নিয়ে সবকিছুই জানেন তিনি। এবং এবিষয়ে তাঁর পূর্ণ সমর্থন আছে। তাঁর মতে, কোনও নির্দিষ্ট লিঙ্গের মানুষকে ভালবাসার জন্য কারও চরিত্রের দিকে আঙুল তোলা উচিত নয়। তাই সমাজের বিভিন্ন দিক থেকে যতই কটাক্ষ আসুক, তাতে ঘাবড়ে যেতে নারাজ তাঁরা।
