আজকাল ওয়েবডেস্ক: “একই কড়াই-এর এতো রূপ দেখিনি তো আগে!” সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে এক যুবক একটি কড়াইতে একইসঙ্গে তরকারি রাঁধছেন এবং রুটির সেঁকছেন। আর তা দেখার পর কিছুটা এমনই প্রতিক্রিয়া নেটিজেনদের একাংশের।

ভিডিওটি পোস্ট করেছেন উমেশ নামের জনৈক যুবক। নিজেকে কৌতুকশিল্পী বলে দাবি করা উমেশের ভিডিওতে তোলপাড় পড়ে গিয়েছে নেটমাধ্যমে। উমেশ লিখেছেন, ‘তাওয়া ছিল না তাই’ এভাবে রান্না করছি। ভিডিওতে দেখা যাচ্ছে একটি কড়াইয়ের মাঝ বরাবর আটা দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে। সেই দেওয়ালের একপাশে রান্না করা হচ্ছে ফুটন্ত আলুর তরকারি এবং অন্যপাশে রুটি সেঁকছেন যুবক। ডানহাতে চামচ দিয়ে নাড়াচাড়া করছেন তরকারি, বাম হাতে উল্টে পাল্টে দিচ্ছে রুটি।

ইতিমধ্যেই ৭ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। কেউ অট্টহাসিতে ফেটে পড়েছেন, কেউ আবার পরামর্শ দিয়েছেন, “খাওয়ার জন্য আলাদা করে বাসন নিয়ো না, ওই কড়াইতেই খেয়ে নাও।” কারও দাবি, “এই প্রযুক্তি যেন কোনও মতেই দেশের বাইরে না যায়!”