সময়ের সঙ্গে বদল আসে সব কিছুতেই। বাদ যায় না প্রেম, বন্ধুত্ব, প্রতিশ্রুতির চিরাচরিত ধারণাগুলোতেও। ‘সিচুয়েনশনশিপ’ থেকে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সহ আরও নানা সম্পর্কের সমীকরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নতুন প্রজন্ম। আর এবার নাকি ২০২৬ সালে প্রেম-ভালবাসার দুনিয়ায় আসছে বড় পরিবর্তন। আগে যেখানে সম্পর্কের শুরুতে অনেক সময় বিভ্রান্তি তৈরি হত। অনেকেই বুঝতে পারত না, সামনে থাকা মানুষটি সত্যিই কী চায়, সম্পর্ক কোন দিকে মোড় নেবে, সঙ্গীরা একে অপরের বিষয়ে কী ভাবেন-সেই সমস্ত গোলযোগই কমিয়ে দেবে নতুন ট্রেন্ড 'ক্লিয়ার কোডিং'। সম্প্রতি ডেটিং অ্যাপ টিন্ডার তাদের নতুন রিপোর্টে এমনটাই জানিয়েছে।
এই নতুন পদ্ধতিতে সম্পর্কের শুরুতেই দু’জন মানুষ খোলামেলা কথা বলবে। তারা ঠিক কী চায় তা আগেই জানিয়ে দেবে। মজা করে কথা বলা? বন্ধুত্ব? নাকি সিরিয়াস সম্পর্ক? এতে পরে কোনও ভুল বোঝাবুঝি থাকবে না।
টিন্ডারের তথ্য অনুযায়ী, ৬৪% মানুষ মনে করেন, সম্পর্কে এখন সবচেয়ে জরুরি হল সৎ থাকা। অনেকেই বলেছেন, সম্পর্কের শুরুর দিকে যদি স্পষ্ট আলোচনা না হয়, তাহলে পরে সমস্যা বাধে। তাই ৬০% টিন্ডার ব্যবহারকারী চান, প্রথমেই যেন দু’জন মানুষ নিজেদের উদ্দেশ্য জানিয়ে দেয়।
আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, ৭৩% তরুণ-তরুণী বলেছেন, তারা এমন কাউকে পছন্দ করেন যার সামনে নিজের মতো থাকতে পারবেন। কোনও অভিনয় নয়, কোনও সাজানো আচরণ নয়, নিজের স্বাভাবিক আচরণে কেউ যদি স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, সম্পর্ক তখনই সবচেয়ে সুন্দর হয়।
কেন এই পরিবর্তন প্রয়োজন? আসলে আজকের তরুণ প্রজন্ম পড়াশোনা, চাকরি, ভবিষ্যতের দুশ্চিন্তা-সব মিলিয়ে প্রচুর চাপের মধ্যে থাকে। তাই তারা সম্পর্কেও আর অতিরিক্ত ঝামেলা বা অস্থিরতা চায় না। 'মিশ্র সংকেত' বা সহজে বললে 'তুমি কি আমাকে পছন্দ কর?'- সম্পর্কে এই ধরণের অনিশ্চয়তা তরুণ-তরুণীরা আর পছন্দ করেন না। তারা সহজভাবে, পরিষ্কারভাবে সম্পর্ক শুরু করতে চায়। যাতে মন শান্ত থাকে, ভুল ধারণা না তৈরি হয়, এবং সম্পর্কটি দীর্ঘমেয়াদে টিকতে পারে।
'ক্লিয়ার কোডিং'-এর পাশাপাশি ২০২৬ সালে আরও কয়েকটি ডেটিং ট্রেন্ড সামনে আসতে পারে। যেমন-
*হট টেক ডেটিং: এক্ষেত্রে শুধু চেহারা দেখে নয়, মানুষ মিল খুঁজবে দু’জনের চিন্তা, মতামত, মূল্যবোধেও। একইভাবে ভাবতে পারলে সম্পর্ক বেশি সময় টিকে যাবে।
*ফ্রেন্ডফ্লুয়েন্সঃ বন্ধুরা এখন সম্পর্কের সিদ্ধান্তে বড় ভূমিকা নেয়। অনেকেই কাউকে ডেট করার আগে বন্ধুদের মতামত শোনেন।
*ইমোশনাল ভাইভ কোডিংঃ শুধু বাইরের আকর্ষণ নয়, এখন মানুষ খুঁজছে মানসিক মিল, শান্তিপূর্ণ সম্পর্ক, এবং আবেগে পরিপক্বতা।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন ট্রেন্ড সম্পর্ককে আরও স্পষ্ট, সহজ এবং সাবলীল করবে। দু’জন মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি কমবে, বিশ্বাস বাড়বে। আসলে তরুণরা এখন অনেক বেশি বাস্তববাদী। তারা সময় নষ্ট করতে চায় না। তাই ২০২৬ সালের ডেটিং সৎ, সরল, স্পষ্ট ও চাপমুক্ত সম্পর্কের দিকে বড় পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে।
