আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। আবার দুই গ্রহের মিলনে গুরুত্বপূর্ণ যোগ গঠিত হয়। যা ১২টি রাশির জীবনে বড় প্রভাব পড়ে। ডিসেম্বরে অনেক গ্রহের রাশি ও নক্ষত্র পরিবর্তন দেখা যাবে। তারই মধ্যে শীঘ্রই বৃহস্পতি ও চন্দ্রের সংমিশ্রণে শক্তিশালী গজকেশরী যোগ গঠিত হতে চলেছে।
জ্যোতিষশাস্ত্রে চন্দ্র ও বৃহস্পতির আলাদা মাহাত্ম্য রয়েছে। চাঁদ প্রায় আড়াই দিন একটি রাশিতে থাকেন এবং প্রতি ১৫ দিনে একই রাশিতে ফিরে আসেন। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। চাঁদ আগামী ১৩ ডিসেম্বর দুপুর ১:১৮ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে। যেখানে ইতিমধ্যে রয়েছে বৃহস্পতি। ফলে দেবগুরু বৃহস্পতির সঙ্গে চন্দ্রের মিলনে শক্তিশালী গজকেশরী যোগ তৈরি হবে। এই রাজযোগ একাধিক রাশির জীবনকে প্রভাবিত করে। তাহলে দেখে নেওয়া যাক কাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে-
বৃষ রাশি: বৃষ রাশিতেই বৃহস্পতি-চন্দ্রর মিলন হবে। ফলে এই রাশির মানুষদের ভাগ্যে বড় পরিবর্তন হতে চলেছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকুরিরত তাঁদের উন্নতি হতে পারে। ব্যবসায়ে লাভ পেতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে।
কন্যা রাশি: বৃহস্পতি এবং চন্দ্রের মিলন কন্যা রাশির জন্য লাভজনক হতে চলেছে। যে কোনও কাজে পরিবারের সমর্থন পাবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। কাজের দায়িত্ব বাড়তে পারে।
বৃশ্চিক রাশি: গজকেশরী যোগ বৃশ্চিক রাশির মানুষদের জীবনে শুভ প্রভাব ফেলবে। রাতারাতি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ঋণ শোধ করতে পারবেন। অফিসে পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে বড় বিনিয়োগে লাভ পাবেন। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
