আজকাল ওয়েব ডেস্ক: আজ চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ, ভারতীয় সময় আজ সকাল ০৬ টা ১১ মিনিটে শুরু হয়েছে এবং শেষ হবে ১০ টা ১৭ মিনিটে। মোট ৪ ঘণ্টা ৬ মিনিট ধরে এই গ্রহণ। যেহেতু চন্দ্রগ্রহণ সকালে হয়েছে। তাই ভারতে দেখতে পাওয়া যায়নি। পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে আসে তখন চন্দ্রগ্রহণের পরিস্থিতি তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রে গ্রহণের বিশেষ ভূমিকা রয়েছে। সূর্য বা চাঁদে গ্রহণ লাগলে তার প্রভাব নানাভাবে আমাদের জীবনের ওপর এসে পড়ে। তার সঙ্গে গ্রহণ লাগার দিন ও সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পিতৃপক্ষের শুরুতে বছরের শেষ চন্দ্রগ্রহণ। শাস্ত্র অনুসারে পিতৃপক্ষের মধ্যে প্রয়াত পূর্বপুরুষরা বংশধরদের হাত থেকে জল নিয়ে মর্ত্যে নেমে আসেন। পিতৃপক্ষের শুরুতেই চন্দ্রগ্রহণ তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মীন রাশিতে গ্রহণ লাগবে চাঁদে। জ্যোতিষ বলছে, রাহুর গ্রাসে চাঁদ ঢাকা পড়লে তিন রাশির জীবনে দুর্ভাগ্য আসতে পারে। দেখে নিন দেখে নিন সেই তালিকায় রয়েছেন কারা?
কর্কট – চন্দ্রগ্রহণের বড় প্রভাব পড়বে কর্কট রাশির উপর। এই রাশির মানুষেরা সমস্যায় পড়তে পারেন। এখন নতুন কোনও কাজ শুরু না করাই উচিত। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, তবে অফিসের রাজনীতি থেকে সতর্ক রাখুন। ব্যবসার ক্ষেত্রে মানুষকে বেশি বিশ্বাস করা উচিত নয়। তাহলেই ঠকতে পারেন।
সিংহ - বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সিংহ রাশির অধিকারীদের জন্য অশুভ। পরিবারে শান্তি নষ্ট হতে পারে। নিজের কথা, আচরণের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, তাই গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। রাহুর কারণে মন অশান্ত থাকবে এবং মানসিক চাপ থাকতে পারে। কোনও বিষয়ের পরিকল্পনা অন্যদের সঙ্গে আলোচনা করবেন না।
কন্যা- চন্দ্রগ্রহণ কন্যা রাশির জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। স্বাস্থ্য সচেতন থাকুন। একটি ছোট ভুল আপনার বড় ক্ষতির কারণ হতে পারে। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। শরীরের দিকে যত্ন না নিলে ভুগতে পারেন।
