আজকাল ওয়েবডেস্ক: সোনার দাম আকাশছোঁয়া। মাঝে কয়েক দিন সামান্য কমলেও ফের হলুদ ধাতুর দাম উর্ধবমুখী। রীতিমতো হাত দিলেই ছ্যাঁকা লাগছে মধ্যমিত্তের। এদিকে শুরু হয়েছে বিয়ের মরশুম। আর যতই কস্টিউম জুয়েলারি থাকুক না কেন, সোনার গয়না ছাড়া বিয়ের আচার অনুষ্ঠান ঠিক সম্পূর্ণ হয় না। কনের সাজ তো বটেই, সাধ্যের মধ্যে নিকট আত্মীয়রা উপহারও দেন সোনার গয়না। তাছাড়া উৎসবে অনুষ্ঠানে হোক কিংবা কোনও বিয়ের নিমন্ত্রণে, সোনার গয়না পরতে বেশিরভাগ মহিলাই পছন্দ করেন।

আজকাল বেশিরভাগ গয়নাই তোলা থাকে লকারে। ফলে দীর্ঘদিন ব্যবহার না হওয়ার কারণে সোনার গয়নার দ্যুতি হারিয়ে যায়। তবে পুরনো গয়নার চমক ফেরানোর জন্য স্যাঁকরার কাছে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই সহজ উপায়ে পুরনো গয়নাকে নতুনের মতো করে নিতে পারেন। কীভাবে? রইল তারই হদিশ।  

বেকিং সোডা এবং ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। একটি নতুন টুথব্রাশ ওই মিশ্রণে চুবিয়ে সোনার গয়নায় ভালো করে লাগিয়ে নিন। কিছুক্ষণ এভাবেই ঘষতে থাকুন। এই মিশ্রণটি লাগানোর আগে গয়নাগুলি ভিনিগারে কিছুক্ষণ ডুবিয়েও রাখতে পারেন। এতে ময়লা বেশি থাকলে উঠে যাবে। পরিষ্কার করার পর ভালো করে জলে ধুয়ে নিতে ভুলবেন না।

সামান্য গরম জলে লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে এবার একটা নতুন ব্রাশ নিন। আরও একটি বাটিতে পরিষ্কার জল এবং একটি কাপড়ের টুকরো ভিজিয়ে নিতে হবে। লিকুইড ডিটারজেন্ট ও জলের মিশ্রণে সোনার গয়না ১৫ মিনিট চুবিয়ে রাখুন। তারপর ওই টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষলে ময়লা উঠে আসবে। শেষে ভিজে কাপড় দিয়ে মুছে নিন গয়না।

একটি বাটিতে অ্যামোনিয়া এবং গরম জল ভাল করে মিশিয়ে নিন। এবার এতে সোনার গয়নাগুলি মিনিট কুড়ি ভিজিয়ে রাখুন। তারপর জল থেকে তুলে জল ঝরিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিলেই গয়না চকচক করবে।

সোনার গয়না নতুনের মতো ঝকঝকে করতে ব্যবহার করুন হাইড্রোজেন পার-অক্সাইড। একটি বাটিতে হাইড্রোজেন পার-অক্সাইড নিয়ে তাতে সোনার গয়নাগুলি ফেলে দিন। ধীরে ধীরে বুদবুদ উঠতে শুরু করবে। কিছুক্ষণ পর যখন বুদবুদ ওঠা বন্ধ হয়ে যাবে, তখন গয়নাগুলি কাঁটা দিয়ে তুলে পেপার টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিলেই নতুনের মতো লাগছে।