আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর অবস্থান বদল করে। তারই মধ্যে বিভিন্ন গ্রহ কখনও বক্রীদশায়, আবার কখনও মার্গী চলনে ফিরে আসে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব পড়ে ১২টি রাশির জীবনে। বর্তমানে বুধ কর্কট রাশিতে অবস্থান করছে। আগামী ১৮ জুলাই কর্কট রাশিতে উল্টো পথে চলতে শুরু করবেন গ্রহের রাজকুমার। চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে প্রতিগামী থাকবেন বুধ। বুধের বক্রী দশায় তিন রাশির ভাগ্যে বিরাট বদল আসতে চলেছে।

বৃশ্চিক: বুধের প্রভাবে বৃশ্চিক রাশির সুদিন ফিরতে চলেছে। জীবনের সব ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। চাকরিতে কাজের প্রশংসা পাবেন। সমাজে সম্মান, প্রতিপত্তি বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে। 

ধনু: বুধের বক্রী দশায় ধনু রাশির জাতক-জাতিকারা নিজের ব্যবহার ও ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন খেয়াল করবেন। যুক্তি সহকারে নিজের মতামত অন্যের সামনে তুলে ধরতে পারবেন। কেরিয়ারে বড় সাফল্য পাওয়ার যোগ আছে। পরিবারে শান্তি বজায় থাকবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

কুম্ভ: বুধের উল্টো গতির ফলে কুম্ভ রাশির কপাল খুলবে। অনেক দিনের অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন। সন্তানের পরীক্ষার ফল ভাল হবে৷