জ্যোতিষের গণনা অনুযায়ী, ৩০ ডিসেম্বর বুধ ও শনি একে অপরের থেকে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এই অবস্থান থেকেই বুধ–শনি কেন্দ্র দৃষ্টি যোগের সৃষ্টি হবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ, শৃঙ্খলা ও কর্মের সঙ্গে যুক্ত করে দেখা হয়। জেনে নেওয়া যাক, বুধ–শনি কেন্দ্র দৃষ্টি যোগ কোন ৫ রাশির জন্য বিশেষভাবে সৌভাগ্য ও লাভ বয়ে আনবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই যোগ আর্থিক বিষয়ে ভারসাম্য ও বিচক্ষণতা নিয়ে আসবে। খরচের উপর নিয়ন্ত্রণ থাকবে এবং বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত লাভজনক হতে পারে। পারিবারিক বিষয়ে স্থিতিশীলতা ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে। দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার যোগ রয়েছে।
মিথুন রাশি
বুধ মিথুন রাশির অধিপতি হওয়ায় এই যোগের সবচেয়ে ইতিবাচক প্রভাব এই রাশির উপর পড়বে। এই সময় ব্যবসা, লেখালেখি ও মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ লাভ পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির উপরও বুধের বিশেষ প্রভাব থাকে। বুধ–শনি কেন্দ্র দৃষ্টি যোগ কন্যা রাশির জাতকদের কর্মজীবনে স্থায়িত্ব ও দায়িত্বপূর্ণ পদ এনে দিতে পারে। পরিশ্রমের ফল পাওয়া শুরু হবে এবং চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে।
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই যোগ কর্মফল ও শৃঙ্খলা নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে করা প্রচেষ্টা এবার ফল দেবে। অর্থ সঞ্চয়, সম্পত্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির উপরও শনির প্রভাব রয়েছে। বুধ–শনির এই যোগ কুম্ভ রাশির জাতকদের কৌশলগত চিন্তাভাবনা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে। ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হতে পারে। এবং প্রযুক্তি বা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ লাভ পেতে পারেন।
বুধ–শনি কেন্দ্র দৃষ্টি যোগ চিন্তাশক্তি, বাস্তববোধ ও শৃঙ্খলাকে শক্তিশালী করে তোলে। এই যোগের প্রভাবে যেসব রাশির উপর শুভ প্রভাব পড়ছে, তাদের জন্য এটি পরিশ্রমের ফল পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়। সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই সময়কে কাজে লাগানো সম্ভব। বিশেষ করে কর্মজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনায় স্থায়ী সাফল্য অর্জনের সুযোগ রয়েছে। তবে মনে রাখতে হবে, সাফল্য নির্ভর করে আপনার কর্ম ও মনোভাবের উপরই।
