আজকাল ওয়েবডেস্ক: এভাবেও উপার্জন করা যায়? ব্রিটেনের এক তরুণীর পেশা দেখে এমনিই প্রশ্ন করছেন নেটিজেনদের একাংশ। ইভি রিজ নামের এক মডেল সম্প্রতি সমাজমাধ্যমে জানিয়েছেন, রূপকথার চরিত্র সেজে ভিডিও বানান তিনি। আর তাতেই মুগ্ধ হয়ে লক্ষ লক্ষ টাকা দেন ভক্তরা।


বিষয়টিকে ইংরেজি পরিভাষায় বলে ‘কসপ্লে’। সহজ ভাষায় একে বিশেষ ধরনের মডেলিং বলা চলে। মডেলিং-এর এই ধারায় সাজসজ্জায় কোনও কাল্পনিক চরিত্র সেজে হাজির হন মডেলরা। সেটা রূপকথার চরিত্র হতে পারে, আবার কার্টুন কিংবা কমিক বইয়ের চরিত্রও হতে পারে। 

ইভি জানিয়েছেন, তিনি ১৯ বছর বয়স থেকে মডেলিং করছেন। কিন্তু প্রথমদিকে তেমন সাফল্য পাননি। ২৮ বছর বয়সে এসে কিছুটা অন্য ধরনের মডেলিং করবেন বলে সিদ্ধান্ত নেন। তখনই মাথায় আসে কসপ্লে-র কথা। আর তার পরই মেলে তুমুল সাফল্য। বর্তমানে তিনি প্রায় ১১ কোটি টাকার মালকিন। এখন এক মিনিটের ভিডিও তৈরির জন্য তিনি প্রায় তিন লক্ষ টাকা পারিশ্রমিক নেন।

তাঁর কোন অবতার ভক্তদের সবচেয়ে প্রিয়? রিজ জানিয়েছেন, তাঁর সবচেয়ে জনপ্রিয় চরিত্র ‘এল্ফ’ নামক এক ধরনের কাল্পনিক চরিত্র। বিভিন্ন রূপকথায় এই প্রাণীর উল্লেখ মেলে। প্রায় মানুষেরই মতো দেখতে এই প্রাণীদের কান কিছুটা লম্বাটে হয়। পাশাপাশি এরা বিভিন্ন কাল্পনিক শক্তির অধিকারী হয়। রিজ জানিয়েছেন, এই এল্ফ রাজকুমারীর ভূমিকায় তাঁকে দেখতেই কোটি কোটি টাকা খরচ করতে রাজি অনুগামীরা। তবে শুধু এই একটি চরিত্র নয়, ভক্তরা যেমন আবদার করেন মাঝেমাঝেই তেমন সেজে পর্দায় হাজির হন মডেল। তাঁর সাফ কথা, “আমার সাফল্যের নেপথ্যে আমার অনুরাগীরা, তাঁরা যেমন বলবেন আমি তেমনই সাজব।”