আজকাল ওয়েবডেস্ক: ‘অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়’ মুকুন্দরামের প্রাচীন এই প্রবাদ যে কতখানি সত্য তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বছর ছাব্বিশের এক যুবক। বেশি কিছু নয়, কেবল একজন ভাল মনের মানুষের সঙ্গে ডেটে যেতে চান এটুকুই আশা ছিল তাঁর। কিন্তু পাঁচ বছর ধরে চেষ্টা করার পরেও পূর্ণ হল না সেই আশা। অবশেষে আশাহত হয়ে নিজের দুঃখের কথা নিজেই সমাজমাধ্যমে লিখেছেন এই যুবক।
নেটমাধ্যম রেডিটে ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর নাম হেডেন। গত পাঁচ বছর ধরে ডেটিং অ্যাপ টিন্ডারে মনের মতো একজন সঙ্গী খোঁজার চেষ্টা করছেন তিনি। সঙ্গী খুঁজতে গিয়ে মোট ২০২০৪৫৯ জনকে পছন্দ করেছেন তিনি। অর্থাৎ দুই লক্ষের বেশি নারীকে ডেটের প্রস্তাব দিয়েছেন হেডেন। কিন্তু তাঁর প্রস্তাবে প্রাথমিক ভাবে সাড়া দিয়েছেন মাত্র ২০৫৩ জন। এঁদের মধ্যে ১২৬৯ জন অ্যাপে কথা বলেছিলেন তাঁর সঙ্গে। কিন্তু কেউই শেষ পর্যন্ত ডেটে যেতে রাজি হননি। শেষ পর্যন্ত একজন রাজি হলেও তিনিও শেষ মুহূর্তে বাতিল করে দেন পরিকল্পনা।
স্বাভাবিক ভাবেই বিষয়টিতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন যুবক। এমনকী সঙ্গী খুঁজে পেতে নতুন রাজ্যেও গিয়েছেন তিনি। কিন্তু কোনও ভাবেই শিকে ছেঁড়েনি তাঁর। রেডিটে এই পোস্ট ভাইরাল হওয়ার পর অনেকেই সমবেদনা জানিয়েছেন তাঁকে। এক নেটিজেনের পরামর্শ, “ভেঙে পড়বেন না ভায়া, বরং নতুন করে শুরু করুন। এই প্রোফাইলটি ডিলিট করে নতুন প্রোফাইল খুলুন। শুরু থেকে শুরু করলে অনেক সময় ভাল ফল মেলে।” কেউ আবার জানিয়েছেন বিষয়টি নিয়ে হীনম্মন্যতায় ভোগার দরকার নেই। সময় এলে ঠিকই মনের মানুষের সন্ধান পাবেন তিনি।
